সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ভিডিও ভাইরাল হতেই দিতে হল জরিমানা

১৬ আসনের গাড়িতে ৬০ জন! 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

১৬ আসনের গাড়িতে ৬০ জন! 

গাড়ির ভিতর বসার জায়গা রয়েছে মোট ১৬ জনের। কিন্তু যাত্রীসংখ্যা তার চেয়ে প্রায় চার গুণ। উপায় না দেখে সেই গাড়িতে সব যাত্রীকে চেপে বসার নির্দেশ দিলেন চালক।

গাড়ির ভিতর বসার জায়গা না পেয়ে অনেকে গাড়ির ছাদে উঠে পড়লেন। কেউ আবার গাড়ির আসন ধরেই ঝুলে পড়লেন। বহু যাত্রীকে গাড়ির বনেটেও বসে থাকতে দেখা গেল। 


বিজ্ঞাপন


সম্প্রতি সমাজমাধ্যমে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, এই ঘটনাটি সম্প্রতি রাজস্থানের বাঁশওয়াড়ার আনন্দপুরী এলাকায় ঘটেছে। 

গাড়ির ভিতরে ১৬ জন যাত্রীর বসার জায়গা রয়েছে। কিন্তু তার পরিবর্তে বিপজ্জনক ভাবে ৬০ জন যাত্রী সেই গাড়িতে চড়ে বসেছেন। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কাড়ে প্রশাসনের।

পরিবহন বিভাগের তদন্ত শুরু করা হয়। এমন বিপজ্জনক ভাবে যে গাড়িগুলি রাস্তায় চলছিল, সেই চালকদের কাছ থেকে মোটা জরিমানা ধার্য করা হয়। 

জেলার পরিবহন বিভাগের কর্মকর্তা পঙ্কজ শর্মা এই প্রসঙ্গে জানান, পরিবহন ব্যবস্থার অপর্যাপ্ততার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর