দক্ষিণ স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর।
রেল পরিচালনাকারী সংস্থা এডিআইএফ জানায়, রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে (স্থানীয় সময়) কর্দোবার কাছে মালাগা থেকে মাদ্রিদগামী একটি ট্রেনের পেছনের অংশ লাইনচ্যুত হয়ে পাশের লাইনে আছড়ে পড়ে। ওই ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। লাইনচ্যুত হওয়ার পর সেটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ-হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়। ওই ট্রেনে ছিলেন প্রায় ২০০ যাত্রী। ভয়াবহ এই দুর্ঘটনায় দুই ট্রেনের অন্তত ২১ যাত্রী নিহত হয়। আহত হয় শতাধিক যাত্রী।
বিজ্ঞাপন
সরকারি টেলিভিশন এস্পানিওলার খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে মাদ্রিদ থেকে হুয়েলভাগামী ট্রেনটির চালকও আছেন। আহতদের মধ্যে ৩০ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে।
মাদ্রিদের আতোচা স্টেশনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। অস্কার পুয়েন্তে বলেন, সোজা রেলপথে এমন দুর্ঘটনা ‘অত্যন্ত অস্বাভাবিক।’ ওই রেলপথটি গত মে মাসে সংস্কার করা হয়েছিল বলেও জানান তিনি।
আন্দালুসিয়া অঞ্চলের জরুরি সেবা বিভাগ জানায়, দুর্ঘটনাস্থলে পাঁচটি আইসিইউ, চারটি জরুরি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং বহু অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে পাঠানো হয়।
আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনো সামাজিক মাধ্যমে জানান, ‘হতাহত সবার প্রতি আমাদের সংহতি রয়েছে।’ এডিআইএফের কর্মীরাও উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর আন্দালুসিয়া অঞ্চল থেকে মাদ্রিদগামী ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। কর্দোবা, সেভিয়া, মালাগা ও হুয়েলভা থেকে ট্রেন চলাচল অন্তত সোমবার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ একে দেশের জন্য ‘গভীর বেদনার রাত’ বলে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যম এক্সে তিনি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
সরকারি সম্প্রচারমাধ্যম আরটিভিইর সাংবাদিক সালভাদোর হিমেনেজ জানান, তিনি মালাগা থেকে আসা ট্রেনটিতে ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ট্রেনটির শেষ দুটি বগি লাইনচ্যুত হয় এবং শেষ বগিটি সম্পূর্ণ কাত হয়ে পড়ে। দুর্ঘটনার ঠিক আগে ট্রেনটি ভূমিকম্পের মতো কাঁপছিল বলেও জানান তিনি।
এমআর

