এক সপ্তাহেরও বেশি সময় আগে দেশজুড়ে যোগাযোগব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেওয়ার পর ধাপে ধাপে ইন্টারনেট সংযোগ পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করছে ইরান কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার সকালে তারা তেহরানে নিজেদের কার্যালয় থেকে ইন্টারনেট সংযোগ স্থাপন করতে সক্ষম হয়। তবে দেশের অধিকাংশ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ও মোবাইল ইন্টারনেট এখনো বন্ধ রয়েছে।
বিজ্ঞাপন
এই সীমিত সংযোগ কীভাবে চালু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
গত মঙ্গলবার থেকে আন্তর্জাতিক আউটগোয়িং কল চালু রয়েছে। আর শনিবার সকালে পুনরায় চালু হয় এসএমএস সেবা।
শনিবার গভীর রাতে তাসনিম বার্তা সংস্থা জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধাপে ধাপে ইন্টারনেট সংযোগ পুনরায় চালুর কথা জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
দেশটির অর্থনৈতিক সংকট থেকে উদ্ভূত সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে নজিরবিহীন এই যোগাযোগ বিচ্ছিন্নতা আরোপ করা হয়।
বিজ্ঞাপন
কয়েক দিন ধরে টেক্সট মেসেজ ও আন্তর্জাতিক ফোন কলের পাশাপাশি কখনো কখনো স্থানীয় কলও বন্ধ ছিল।
এআর

