পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধায় ঘন কুয়াশার কারণে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১১টার দিকে সারগোধা জেলার কোট মোমিন শহর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। খবর জিও নিউজের।
বিজ্ঞাপন
উদ্ধারকারী দলের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি রাস্তার পাশের ঘালা পুর বাংলো খালে পড়ে যায়। তবে দুর্ঘটনার সময় খালটিতে পানি ছিল না।
উদ্ধারকারী কর্মকর্তারা জানান, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। এর মধ্যে সাতজন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে নিকটবর্তী টিএইচকিউ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো সাতজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে ছয়জন শিশু ও পাঁচজন নারী রয়েছেন। তারা সবাই একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
এদিকে পুরো পাঞ্জাব প্রদেশজুড়েই বর্তমানে ঘন কুয়াশা বিরাজ করছে। এতে সড়কে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শীতকালে ভোর ও রাতে কুয়াশার কারণে গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এ অবস্থায় চালকদের ধীরগতিতে ও সতর্কভাবে চলাচলের আহ্বান জানানো হয়েছে।
এমআর

