শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করল ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম

শেয়ার করুন:

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করলো ইসরায়েলি সেনারা
ছবি: এআই

সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে নিয়ে গেছে দখলদার ইসরায়েলের সেনারা। 

শুক্রবার (১৬ জানুয়ারি) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে অধিকৃত গোলান হাইটসে কর্মরত ইসরায়েলি সেনাবাহিনীর গোলান ব্রিগেডের একটি ব্যাটালিয়নের সদস্যরা এই ছাগলগুলো চুরি করে।


বিজ্ঞাপন


প্রতিবেদনে বলা হয়, গোলান ব্রিগেডের ওই সেনারা সিরিয়ার খামারিদের প্রায় ২৫০টি ছাগলকে মাঠে চড়তে দেখেন। পরে সৈন্যরা ছাগলগুলো আগে থেকে প্রস্তুত করা ট্রাকে চাপিয়ে প্রথমে ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে আসে। পরে তাদের পশ্চিম তীরের অবৈধ বস্তকি স্থাপনকারীদের বেশ কয়েকটি খামারে নিয়ে যাওয়া হয়।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে চুরির বিষয়টি স্বীকার করে জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্কোয়াড কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে, কোম্পানি কমান্ডারকে তিরস্কার এবং চুরির সঙ্গে জড়িত অন্যান্য সেনাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

চুরির বিষয়টি পরদিন সকালে জানাজানি হয় যখন সিরিয় কৃষকরা রাস্তায় কয়েক ডজন ছাগল ঘোরাফেরা করতে দেখেন এবং সিরিয়ার সেনাবাহিনীকে বিষয়টি জানান। পরে ইসরায়েলি সেনাবাহিনীকে জানানো হলে তারা তদন্ত শুরু করে।  

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, চুরি হওয়া ছাগলের এখনো সন্ধান চলছে। এর মধ্যে প্রায় ২০০টি ছাগল এখনও ইসরায়েলের ভেতরে রয়েছে, আর কিছু ছাগল সিরিয়ার ভূখণ্ডে ছড়িয়ে-ছিটিয়ে আছে।


বিজ্ঞাপন


প্রসঙ্গত, ১৯৬৭ সাল থেকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সিরিয়ার গোলান মালভূমি দখল করে আসছে ইসরায়েল এবং ২০২৪ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পতনের পর ইসরায়েলি সেনারা গোলান উপত্যকার একটি বড় অংশ দখলে নেয়।

সূত্র: মিডেল ইস্ট আই


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর