ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের সীতামার্চি জেলায় একটি মাছ বোঝাই ট্রাকের ধাক্কায় ১৩ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। তবে এ ঘটনায় মর্মান্তিক দৃশ্য দেখা গেছে- ট্রাকের ধাকায় ঘটনাস্থলেই মৃত্যু হওয়ার রাস্তায় পড়েছিল শিশুটির মরদেহ। সেই দিকে খেয়াল না করে মরদেহের পাশে রাস্তায় পড়ে থাকা সেই ট্রাকের মাছ লুট করতে ব্যস্ত হয়ে পড়েন আশপাশের মানুষ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার সকালে সীতামার্চি পুপরি থানাধীন জাঝিহাট গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, এদিন সকালে ওই এলাকার সন্তোষ দাসের ছেলে রিতেশ কুমার ওরফে গোলু নামে সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থী কোচিং ক্লাসে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ট্রাক তাকে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই মারা যায় রিতেশ। সংঘর্ষের তীব্রতা এতটাই তীব্র ছিল যে আশেপাশের বিপুল লোকজন সেখানে জড় হয়। কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছায় রিতেশের পরিবার।
রিতেশের মরদেহ দেখে তার বাবা-মা যখন শোকে স্তব্ধ হয়ে পড়েন এবং পরিবারের অন্য সদস্যদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠছিল তখন তখন রাস্তার ওপারের দৃশ্য ছিল একেবারেই ভিন্ন। দুর্ঘটনার পর ট্রাক থেকে ছিটকে পড়া মাছগুলো লুট করতে ব্যস্ত ছিলেন ঘটনাস্থলে জড়ো হওয়া অনেক মানুষ। তারা অ্যাম্বুলেন্স-পুলিশকে খবর না দিয়ে বা নিহতদের পরিবারকে সাহায্য না করে তারা বস্তায় ভরে ভরে মাছ নিয়ে যাচ্ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুপরি থানা পুলিশ এসে ভিড় ছত্রভঙ্গ করে এবং তারা রিতেশের মৃতদেহ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়। এছাড়াও ঘাতক পিকআপ ট্রাকটি জব্দ এবং আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র: এনডিটিভি
বিজ্ঞাপন
এমএইচআর

