মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বিশ্ববাজারে ফের ইতিহাস গড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম

শেয়ার করুন:

বিশ্ববাজারে ফের ইতিহাস গড়ল স্বর্ণের দাম

‌রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তীব্রতর ও ইরানের পরিস্থিতির অবনতিসহ ভূ-রাজনৈতিকে উত্তেজনা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমার প্রত্যাশায় নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এতে বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুটির দাম ৪ হাজার ৬০০ ডলার ছাড়িয়ে গেছে, যা সর্বকালের সর্বোচ্চে। একই সঙ্গে আরেক মূল্যবান ধাতু রুপার দামও ঊর্ধ্বমুখী। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিত ২ শতাংশ বেড়ে ৪ হাজার ৬০১ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে, যদিও আগের সেশনে রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৬২৯ দশমিক ৯৪ ডলারে পৌঁছেছিল।


বিজ্ঞাপন


একই সময় ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার ০ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৬১০ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়েছে। 

বিশ্লেষকরা বলছেন, গত দুই সপ্তাহে সুদের হার কমানোর প্রত্যাশার কারণে স্বল্পমেয়াদে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখীতা দেখা যাচ্ছে বিনিয়োগকারীরা মার্কিন অর্থনৈতিক তথ্য খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। কারণ সুদের হার কমলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে।

এছাড়াও ভূ-রাজনৈতিক ক্ষেত্রে মঙ্গলবার রাশিয়ান বাহিনী ইউক্রেনে বছরের সবচেয়ে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে এবং ইরানে মুদ্রার অবমূল্যায়ন ও মূল্যস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে রূপ নিয়েছে। এরমধ্যে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সঙ্গে ‘ব্যবসা করছে’ এমন দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন এই পরিস্থিতিতে স্বণের দাম আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছেন বিশ্লেষকরা


বিজ্ঞাপন


এদিকে মঙ্গলবার স্পট সিলভারের দাম প্রতি আউন্সে ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ৮৬ দশমিক ৯৪ ডলার লেনদেন হচ্ছে, যদিও আগের সেশনে রেকর্ড সর্বোচ্চ ৮৭ দশমিক ১৬ ডলার ছুঁয়েছিল। এছাড়াও স্পট প্ল্যাটিনামের দাম ০ দশমিক শতাংশ বেড়ে প্রতি আউন্সে ২ হাজার ৩৫২ দশমিক ৮৯ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক শতাংশ বেড়ে প্রতি আউন্সে ১ হাজার ৮৪৭ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর