বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারো র্শীষস্থানে রয়েছে এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। ভিসা ছাড়াই বিশ্বের ১৯২টি রাষ্ট্রে যাওয়ার সুযোগ রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের।
হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এর প্রকাশিত তালিকায় এমন তথ্য উঠে এসেছে।
বিজ্ঞাপন
তালিকায় দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান এবং দক্ষিণ কোরিয়া, দেশগুলোর নাগরিকদের ১৮৮টি গন্তব্যে বিনা ভিসায় ভ্রমণের সুযোগ রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ৫টি দেশ যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে, ১৮৯টি দেশে বিনা ভিসায় ভ্রমণের সুযোগ রয়েছে - ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ডের পাসপোর্টধারীদের।
১৮৫টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকারসহ আরও ১০টি ইউরোপীয় দেশ যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে- অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, জার্মানি, ফ্রান্স, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস এবং নরওয়ে। এছাড়া হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে। দেশগুলো নাগরিকরা ১৮৪টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।
তালিকায় ক্রোসিয়া, চেচিয়া, এস্তনিয়া, মাল্টা, নিউজিল্যাল্ড এবং পোল্যান্ড যৌথভাবে ৬ষ্ঠ স্থানে রয়েছে। তাদের নাগরিকরা ১৮৩টি দেশে ভিসা ছাড়া প্রবেশাধিকার পেয়ে থাকেন।
এদিকে এক দশক আগে একবার শীর্ষস্থান অধিকার করা যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, লাটভিয়া, লিচেস্টাইন রয়েছে ৭ম স্থানে। ব্রিটিশ পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন বিশ্বের ১৮৬টি দেশে। আর
বিজ্ঞাপন
১৮১টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার নিয়ে ৮ম স্থানে যৌথভাবে রয়েছে কানাডা, আইসল্যান্ড, লিথুনিয়া। আর এশিয়ার আরেক দেশ মালয়েশিয়া এককভাবে রয়েছে ৯ম স্থানে, দেশটির নাগরিকরা ১৮০টি দেশে ভ্যমণ করতে পারেন ভিসা ছাড়া।
অন্যদিকে গত বছরের মতো এবারো ১০ম স্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। বিশ্বের ১৭৯টি দেশে ভ্রমণ করতে পারবেন মার্কিন নাগরিকরা।
এদিকে গত বছরের তুলনায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের পাসপোর্ট। বর্তমানে বিশ্বের ৯৫তম শক্তিশালী পাসপোর্ট এটি। বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৩৭টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। এর আগে ২০২৫ সালে ১০০তম হয়েছিল বাংলাদেশের পাসপোর্ট।
অন্যদিকে র্যাংকিংয়ে গত বছরের তুলনায় ৫ ধাপ এগিয়ে বর্তমানে ৮০তম স্থানে রয়েছে ভারত। দেশটির পাসপোর্ট থাকা মানে ৫৫টি দেশে ভিসা ছাড়া যাওয়ার সুযোগ রয়েছে। আর ভারতের প্রতিবেশি পাকিস্তানের অবস্থান এবার ৯৮তম। বিনা ভিসায় ৩১টি দেশে ভ্রমণ করতে পারেন পাকিস্তানি পাসপোর্টধারীরা। ইয়েমেনও এ তালিকায় পাকিস্তানের সঙ্গে ৯৮তম স্থানে রয়েছে।
তালিকায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান (১০১তম)। আফগানিস্তানের পাসপোর্টধারীরা ২৪টি রাষ্ট্রে ভিসা ছাড়া যেতে পারবেন। নিচের দিক থেকে র্যাংকিংয়ে আরও রয়েছে সিরিয়া (১০০তম), ইরাক (৯৯)।
প্রসঙ্গত, পাসপোর্টধারীরা আগে থেকেই ভিসা না নিয়ে কতগুলো গন্তব্যে ভ্রমণ করতে পারেন তার ওপর ভিত্তি করে র্যাঙ্কিং করা হয়। ২০ বছর আগে হেনলি অ্যান্ড পার্টনারস-এর চেয়ারম্যান ডা. ক্রিস্টিয়ান এইচ কেলিন এই সূচক উদ্ভাবন করেন। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-এর এক্সক্লুসিভ ও অফিসিয়াল ডেটার উপর ভিত্তি করে এ সূচক তৈরি করা হয়।
এমএইচআর

