মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ভারত কি জার্মান সাবমেরিন কিনছে?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম

শেয়ার করুন:

ভারত কি জার্মান সাবমেরিন কিনছে?

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর প্রশ্ন উঠেছে ভারত কি জার্মানির কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তির সাবমেরিন কিনছে?

যদিও সোমবার দুই রাষ্ট্র প্রধানদের বৈঠকে প্রতিরক্ষা ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানোর কথা বলা হলেও সাবমেরিন কেনা নিয়ে কোনো কথা বলা হয়নি। 


বিজ্ঞাপন


তবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, ‘এই ধরনের চুক্তির ক্ষেত্রে আর্থিক, বাণিজ্যিক ও টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়। সেই আলোচনা চলছে। আমি শুধু এটুকুই বলতে পারি আলোচনা ইতিবাচক গতি পেয়েছে। যেহেতু তা এখনো শেষ হয়নি, তাই আমার পক্ষে এটা বলা কঠিন যে, আলোচনা এখন কোন পর্যায়ে আছে।’ 

জার্মানি থেকে ৮০০ কোটি ইউরো বা ৯৩০ কোটি ডলারে ছয়টি সাবমেরিন কেনা নিয়ে আলোচনা চলছে। চুক্তি চূড়ান্ত হলে জার্মানির থিসিয়েনক্রুপ মেরিন সিস্টেমস ভারতের সরকারি সংস্থা সাজগাঁও ডক শিপবিল্ডার্সের সঙ্গে হাত মিলিয়ে ভারতীয় নৌবাহিনীর জন্য এই সাবমেরিন বানাবে। 

ভারতের কাছে মূলত রাশিয়ায় তৈরি সাবমেরিন আছে। তবে সেগুলো পুরনো প্রযুক্তির। জার্মান অত্যাধুনিক প্রযুক্তির সাবমেরিন কেনার জন্য তাই আলোচনা করছে ভারত।  আর এই চুক্তি হলে জার্মানিরও সুবিধা হবে। তারা ভারতের লোভনীয় প্রতিরক্ষা বাজারে ভালো করে ঢুকতে পারবে। 

ভারত-ইইউ বাণিজ্য চুক্তি


বিজ্ঞাপন


এদিকে চলতি মাসেই ইইউ প্রতিনিধিদল ভারত সফরে আসছেন। এই সফরের প্রধান উদ্দেশ্য ভারত ও ইইউর মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তি করা। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত এই চুক্তির ক্ষেত্রে দায়বদ্ধ। আর জার্মান চ্যান্সেলর জানিয়েছেন, তিনি ভারত ও ইইউর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির দিকে তাকিয়ে আছেন। 

এদিকে বিক্রম মিস্ত্রি বলেছেন, ‘ইইউ নেতারা আসছেন। তখন মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে। আমরা ইতিবাচক দিতে যেতে পারব বলে আশা করছি।’

সূত্র: ডয়চে ভেলে


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর