ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন না করায় দীর্ঘদিন ধরে আলোচিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিটি আটকে আছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।
শুক্রবার মার্কিন ব্যবয়ায়িক সম্পর্কিত অল-ইন পডকাস্টে এক সাক্ষাৎকারে লুটনিক বলেন, ‘সবকিছু ঠিকঠাক করা আছে, আমি চুক্তিটি চুড়ান্ত করেছিলাম এবং শুধুমাত্র মোদিকে প্রেসিডেন্টকে (ট্রাম্প) ফোন করতে হবে। তবে তারা এটি করতে অস্বস্তি বোধ করছে। তাই মোদি ফোন করেননি।’
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে বাণিজ্যমন্ত্রীর দাবি, গত বছর আগস্টে ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা ভেস্তে যায় এবং ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেন, যা বিশ্বের সর্বোচ্চ হার। যদিও মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেছিলেন রাশিয়ান তেল কেনার শাস্তি হিসেবেই ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।
#BREAKING: US Commerce Secretary Howard Lutnick says the India–US trade deal fell through because Prime Minister Modi did not call President Trump.
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) January 9, 2026
“I set the deal up. But Modi had to call President Trump. They were uncomfortable with it, so Modi didn’t call.” pic.twitter.com/5PpiGjVEF4
গত সপ্তাহে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ভারত যদি রাশিয়ার তেল আমদানি বন্ধ না করে, তাহলে শুল্ক আরও বাড়তে পারে। এরমধ্যেই বাণিজ্যমন্ত্রীর এই মন্তব্য এলো।
লুটনিক আরও দাবি করেছেন, ভারত এখনও যুক্তরাজ্য এবং ভিয়েতনামের মাধ্যমে ওয়াশিংটনের কাছে একটি সহনীয় শুল্ক হার নির্ধারণের প্রস্তাব দিয়েছে, তবে তারা অনেক দেড়ি করে ফেলেছে।
বিজ্ঞাপন
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বছর নয়াদিল্লি এবং ওয়াশিংটন একটি বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি ছিল কিন্তু যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে সম্ভাব্য চুক্তিটি ভেঙে পড়ে ।
আলোচনার সঙ্গে জড়িত ভারত সরকারের এক জেষ্ঠ্য কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, মোদি ট্রাম্পকে ফোন করতে অস্বস্তি বোধ করছিলেন, কারণ তার আশঙ্কা ছিল একতরফা কথোপকথন তাকে আরও জটিল পরিস্থিতির মুখোমুখি করতে পারে।
সূত্র: রয়টার্স
এমএইচআর

