শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠে ভারতের গুজরাট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠে ভারতের গুজরাত 

এক বার বা দু’বার নয়। ১২ ঘণ্টার মধ্যে নয়বার ভূমিকম্পে কাঁপল ভারতের ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের রাজকোট। এই কম্পনের জেরে আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন রাজকোটবাসী। অনেক এলাকায় বাড়ি খালি করানো হয়। যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা ৪৩ মিনিটে প্রথম কম্পন হয়। শেষ কম্পন হয় শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিটে। মাঝে কম্পন হয়েছে আরও সাত বার। নয়বারের মধ্যে সর্বোচ্চ কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৮। সবচেয়ে কম কম্পনের মাত্রা ছিল ২ দশমিক ৯।


বিজ্ঞাপন


প্রশাসন আরও জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল উপলেটার উত্তর-পশ্চিমে ৩০ কিলোমিটার দূরে। উপলেটা মূলত কচ্ছ অঞ্চলের মধ্যে পড়ে, যা ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবেই পরিচিত।

এদিকে একসঙ্গে এত বার কম্পন আগে কখনও অনুভূত হয়েছে কি না, মনে করতে পারছেন না রাজকোটবাসী। ফলে বড় কোনও বিপদের আশঙ্কায় আতঙ্কিত তারা।

গান্ধীনগরের ইনস্টিটিউট অব সিসমোলজিক্যাল রিসার্চ-এর বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের মাত্রা যদি ৪-এর নিচে থাকে, তাহলে সেটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কিন্তু এত কম সময়ের মধ্যে কেন এত বার কাঁপল রাজকোট, সেটাই উদ্বেগের বিষয়। 


বিজ্ঞাপন


বিশেষজ্ঞরা বলছেন, ফল্ট লাইন বা চ্যুতিরেখার ওপরেও পড়ছে না রাজকোট। তাহলে এই কম্পন কেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। যদিও বর্ষা মৌসুমের পর এই ধরনের মৃদু কম্পন খুব একটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু অল্প সময়ের ব্যবধানে এত বার কম্পনের বিষয়টিই ভাবাচ্ছে বিজ্ঞানীদের।

সূত্র: আনন্দবাজার

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর