টানা এক সপ্তাহ ধরে উত্থানের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রের পণ্য সূচক পুনর্গঠন ও কর্মসংস্থান প্রতিবেদনের অপেক্ষায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে। এতে স্বর্ণের উত্থানে কিছু ভাটা পড়ে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পকিার (০৮ জানুয়ারি) সকাল ৯টা ৩৯ মিনিটে (গ্রিনিজ টাইম) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ৪৩২ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে। যদিও গত ২৪ ডিসেম্বরের রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে ছুয়েছিল।
বিজ্ঞাপন
এদিকে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৪২ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান প্রতিবেদনের অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় স্বর্ণের ওপর আগ্রহ কিছুটা কমেছে।
আরজেও ফিউচারের সিনিয়র বাজার কৌশলবিদ বব হ্যাবারকর্ন বলেছেন, ‘পণ্য সূচক পুনর্গঠন না হওয়া পর্যন্ত আগামী কয়েক সেশনে সোনা ও রূপার উপর চাপ থাকবে। এটি দীর্ঘতম সময়ের জন্য বাজারে স্থিতিশীলতা ফিরে আসার একটি ভালো সুযোগ তৈরি করবে।’
মূলত, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি সম্পর্কে আরও স্পষ্টতার জন্য বিনিয়োগকারীরা শুক্রবার প্রকাশিত মার্কিন নন-কৃষি বেতনের তথ্যের দিকে তাকিয়ে আছেন। রয়টার্সের এক জরিপে ডিসেম্বরে ৬০ হাজার কর্মসংস্থানের পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে গত মাসে ৬৪ হাজার কর্মসংস্থান তৈরি আভাস দেওয়া হয়েছিল। জরিপ অনুসারে, বেকারত্বের হার ৪.৬ শতাংশ থেকে কমে ৪.৫ শতাংশে এ নেমে আসছে।
বিজ্ঞাপন
এদিকে, গতকাল আটলান্টি সাগরে ভেনেজুয়েলার সঙ্গে সংযুক্ত দুটি তেলের ট্যাঙ্কার আটকের মাধ্যমে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠেছে। এর ফলে ভূ-রাজনৈতিক ঝুঁকি এবং ক্রমবর্ধমান আর্থিক ঋণের কারণে ২০২৬ সালের প্রথমার্ধে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ব্রিটিশ বহুজাতিক ব্যাংকিং ও আর্থিক পরিষেবা সংস্থা এইচএসবিসি।
অন্যদিকে স্বর্ণের সঙ্গে কমেছে আরেক মূল্যবান ধাতু রুপার দামও। বৃহস্পতিবার ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স স্পট সিলভার ৭৪ দশমিক ৬৩ ডলারে বিক্রি হচ্ছে। এরআগে ২৯ ডিসেম্বর স্পট সিলভারের দাম সর্বকালের সর্বোচ্চ ৮৩ দশমিক ৬২ ডলারে পৌঁছেছিল।
সূত্র: রয়টার্স
এমএইচআর

