কুয়েতে বিপুল পরিমাণে হেরোইন এবং মেথামফেটামিনসহ গ্রেফতারের পর মাদক পাচারের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি ফৌজদারি আদালত।
স্থানীয় সংবাদপত্র আল কাবাস জানিয়েছে, সম্প্রতি কাইফান এবং শুয়াইখ আবাসিক এলাকায় সমন্বিত নিরাপত্তা অভিযানে ১৪ কেজি হেরোইন এবং ৮ কেজি মেথামফেটামিনসহ (ক্রিস্টাল মেথ) এই দুই ব্যক্তিকে আটক করা হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার আদালতের প্রসিকিউটররা প্রমাণ করেন, আসামিরা কুয়েতের বাইরে থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক মাদক পাচারকারী নেটওয়ার্কের সদস্য। পরে বিচারক খালেদ আল তাহৌসের সভাপতিত্বে ফৌজদারি আদালত দুই ভারতীয়র মৃত্যুদণ্ডের রায় দেয়।
কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণাল জানিয়েছে, মাদক পাচারের বিরুদ্ধে লড়াই এবং আন্তঃজাতিক অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে ফেলার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে গোয়েন্দা তথ্য এবং নিবিড় নজরদারির পর তদন্তকারীরা সন্দেহভাজনদের আটক ও সারা দেশে বিক্রির জন্য প্রস্তুত মাদকদ্রব্য উদ্ধার করেন। কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়েছিল।
সূত্র: গালফ নিউজ
এমএইচআর

