অর্থনৈতিক মন্দার প্রতিবাদে বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ইরান। এরমধ্যেই দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচেস্তান প্রদেশে অজ্ঞাত আততায়ীদের গুলিতে একজন পুলিশ সদস্য নিহত হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন অজ্ঞাত আততায়ীরা গাড়ি নিয়ে একটি পুলিশের গাড়িকে তাড়া করছে এবং এক পর্যায়ে গাড়িতে থাকা এক পুলিশ সদস্য লক্ষ্য করে ক্রমাগত গুলি চালাচ্ছে। গুলি করার পরই পুলিশের গাড়িটি রাস্তা থেকে নেমে যায় এবং একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
বিজ্ঞাপন
#فوری
— 𝘼𝙨𝙝𝙠𝙊𝙛𝙄𝙧𝙖𝙣 (@AshkOfIran) January 7, 2026
ویدئو لحظه ترور محمود حقیقت فرمانده پاسگاه ایرانشهر و فرمانده سابق حفاظت اطلاعات
🔴 مزدوران رژیم ببینند چه عاقبتی در انتظار آنهاست اگر دست از حمایت از این رژیم جنایتکار برندارند !#اعتراضات_سراسری pic.twitter.com/jvm2LYsSyj
ভিডিওটি হামলাকারীর গাড়ি থেকেই তোলা হয়েছে, তবে এতে তার চেহারা নেই, শুধু গাড়ির জানালা দিয়ে বন্দুকটি তাক রয়েছে দেখা যাচ্ছে।
ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার ভোরে এই ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম মাহমুদ হাগিঘাত, তিনি ইরানশাহরের নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন।
ওয়ানা সংবাদ সংস্থা জানিয়েছে, বেলুচ জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদল এই হামলার দায় স্বীকার করেছে। এই জঙ্গি গোষ্ঠীটি সম্প্রতি একটি নতুন জোট গঠনের জন্য বেশ কয়েকটি ছোট বেলুচ আধাসামরিক গোষ্ঠীর সঙ্গে যোগ দিয়েছে।
বিজ্ঞাপন
এদিকে রাজধানী তেহরানের কাছে বিক্ষোভ চলাকালীন সময়ে ছুরিকাঘাতে আরেক ইরানি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের পশ্চিমে মালার্ড কাউন্টির পুলিশ বাহিনীর সদস্য শাহিন দেহঘান বিক্ষোভ নিয়ন্ত্রণের প্রচেষ্টার সময় ছুরিকাঘাতে নিহত হন, অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, নজিরবিহীন মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভের গত ১১ দিনে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে নিহত হয়েছেন মোট ৩৬ জন এবং আহত হয়েছেন আরও ৬০ জনন। নিহতদের মধ্যে চার জনের বয়স ১৮ বছরের নিচে। এছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর কর্মীদের সঙ্গে সংঘাত এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির দায়ে গ্রেফতার করা হয়েছে ২ হাজারের বেশি বিক্ষোভকারীকে।
সূত্র: এনডিটিভি
এমএইচআর

