শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

তেলের ট্যাংকার আটকের বিষয়ে যা বলছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম

শেয়ার করুন:

তেলের ট্যাংকার আটকের বিষয়ে যা বলছে রাশিয়া

আটলান্টিক মহাসাগরে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে তাড়া করার পর একটি রাশিয়ান পতাকাবাহী তেল ট্যাংকার আটক করেছে মার্কিন বাহিনী। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় ‘মেরিনেরা’ নামে তেল ট্যাংকারটি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছে, ‘মার্কিন সামরিক বাহিনী জাতিসংঘের সামুদ্রিক চুক্তি লঙ্ঘন করেছে’। 

বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ট্যাংকারটি যেকোনো দেশের জলসীমার বাইরে গভীর সমুদ্রে আটক করে মার্কিন সামরিক বাহিনী এবং বর্তমানে জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।


বিজ্ঞাপন


ট্যাংকারটি আটকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ জাতিসংঘের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশনের লঙ্ঘন উল্লেখ করে মন্ত্রণালয় দাবি করেছে, ‘গত ২৪ ডিসেম্বর মেরিনেরাতে রাশিয়ান পতাকা ওড়ানোর জন্য একটি অস্থায়ী অনুমতি পেয়েছিল, যা রাশিয়ান এবং আন্তর্জাতিক আইন অনুসারে জারি করা হয়েছিল। 

অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার যুদ্ধজাহাজগুলো ট্যাংকারের আশেপাশের পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছে।

আটক ট্যাংকারের ক্রুদের মধ্যে রাশিয়ান নাগরিকরাও রয়েছেন উল্লেখ করে মন্ত্রণালয় আরও বলেছে, তারা যুক্তরাষ্ট্রকে আটক নাবিকদের ‘মানবিক ও মর্যাদাপূর্ণ আচরণ’ নিশ্চিত করার এবং তাদের যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। 


বিজ্ঞাপন


এরআগে গত ডিসেম্বরে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের তল্লাশির চেষ্টার পর থেকে আটক এড়িয়ে চলছিল ‘বেলা ১’ নামের পরিচিত ওই ট্যাংকারটি। এর জন্য মাঝ সমুদ্রেই ট্যাংকারটি তার নাম পরিবর্তন করে ‘ম্যারিনেরা’ রেখেছে এবং নিবন্ধন রাশিয়ায় স্থানান্তর করেছে।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার আইসল্যান্ডের কাছে মার্কিন কোস্টগার্ড এবং সামরিক বাহিনী এই আটক অীভযান পরিচালনা করে। মস্কো জাহাজটিকে রক্ষা করার জন্য যুদ্ধ জাহাজ ও সাবমেরিন মোতায়েন করার চেষ্টা করেছে এমন খবরের মধ্যেই এটি আটক করা হলো।

মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি বিবৃতিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেছে, মার্কিন বিচার বিভাগ, স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগ এবং প্রতিরক্ষা বিভাগ মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে ট্যাংকারটি আটক করা হয়েছে।

মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, অভিযানের সময় রাশিয়ান যুদ্ধজাহাজগুলো কাছাকাছি ছিল, যার মধ্যে একটি রাশিয়ান সাবমেরিনও ছিল। যদিও রুশ জাহাজগুলো অভিযানের কতটা কাছাকাছি ছিল তা স্পষ্ট নয়, তবে মার্কিন ও রাশিয়ান সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।


সূত্র: আরটি


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর