বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ভেনেজুয়েলায় মাদুরোকে আটকের অভিযানে ৭৫ জন নিহত, দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

ভেনেজুয়েলায় মাদুরোকে আটকের অভিযানে ৭৫ জন নিহত, দাবি যুক্তরাষ্ট্রের
কারাকাসে মার্কিন হামলা ধ্বংসপ্রাপ্ত একটি ভবন

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রায় ৭৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। 

মঙ্গলবার প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট একত প্রতিবেদনে এ তথ্য জানায়। 


বিজ্ঞাপন


নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা সংবাদপত্রটিকে বলেছেন, তাদের অনুমান অনুসারে অভিযানে ৭৫ থেকে ৮০ জন নিহত হয়েছেন, অন্য একজনের মতে এই সংখ্যা কমপক্ষে ৬৭ জন। তবে উভয় কর্মকর্তাই নিশ্চিত করেছেন, নিহতদের মধ্যে ভেনেজুয়েলা এবং কিউবার নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি সংঘর্ষে আটকে পড়া বেসামরিক নাগরিকরাও রয়েছেন। 

এদিকে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ এখানো আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা না জানালেও দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, শনিবারের মার্কিন সামরিক অভিযানে নিহতের সংখ্যা ৮০ জনে পৌঁছেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ওই কর্মকর্তা। 

অন্যদিকে মঙ্গলবার ওয়াশিংটনে হাউস রিপাবলিকান আইনপ্রণেতাদের এক বৈঠকে ভেনিজুয়েলায় সাম্প্রতিক সামরিক অভিযানকে দুর্দান্ত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযানে কিউবার বহু সেনা নিহত হয়েছেন বলে স্বীকার করেছেন তিনি।


বিজ্ঞাপন


ট্রাম্প জানান, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের যে অভিযানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী অংশ নেয়, সেখানে অনেক, অনেক কিউবান সেনা নিহত হয়েছেন।

কিউবার পক্ষ থেকে দাবি করা হয়েছে, শনিবার ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বাসভবনে মার্কিন অভিজাত বাহিনীর অভিযানে ৩২ জন কিউবান নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র কেন এই অভিযান চালিয়েছে তা নিয়ে ব্যাখ্যাও দেওয়া হয়েছে।

কিউবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেনসা লাতিনার খবরে বলা হয়েছিল, নিহত কিউবানরা ভেনেজুয়েলা সরকারের অনুরোধে কিউবার সামরিক বাহিনীর হয়ে মিশন পরিচালনা করছিলেন।

প্রসঙ্গত, গত শনিবার মধ্যরাতে রাজধানী কারাকাসে একটি বিশাল সামরিক অভিযান চালিয়ে মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন সন্ত্রাসবিরোধী ইউনিট ডেল্টা ফোর্স।

সূত্র: আনাদোলু

এমএইচআর

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর