বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

Gold Price 2026

বিশ্ববাজোরে স্বর্ণের দামে বড় লাফ, রুপার দরও ঊর্ধ্বমুখী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ১০:১১ পিএম

শেয়ার করুন:

বিশ্ববাজোরে স্বর্ণের দামে বড় লাফ, রুপার দরও ঊর্ধ্বমুখী

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার পর ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির ফলে বিশ্ববাজারে বেড়েই চলেছে স্বর্ণের দাম। মঙ্গলবার মূল্যবান এই ধাতুটির দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়ে দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছেছে। একই সঙ্গে আরেক মূল্যবান ধাতু রুপার দামও ঊর্ধ্বমুখী।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকালে প্রথম সেশনে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৪৮ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে। গতকাল সোমবার প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পায় মূল্যবান এই ধাতুটির দাম। গত ২৪ ডিসেম্বরের রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে ছুয়েছিল।    


বিজ্ঞাপন


এদিকে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৯৮ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে।

কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম ওয়াইকফ বলেন, ভেনেজুয়েলায় মার্কিন অভিযান সোনা ও রূপার নিরাপদ আশ্রয়ের চাহিদাকে আরও বাড়িয়ে তুলেছে। কারণ ধাতু ব্যবসায়ীরা বর্তমানে স্টক এবং বন্ড ব্যবসায়ীদের তুলনায় বেশি ঝুঁকি দেখছেন। 

অন্যদিকে মঙ্গলবার সেশনের শুরুতে স্পট সিলভারের দাম প্রতি আউন্সে ৪ দশমিক ৮ শতাংশ বেড়ে ৮০ দশমিক ১৮ ডলার ছুঁয়েছে। এরআগে ২৯ ডিসেম্বর স্পট সিলভারের দাম সর্বকালের সর্বোচ্চ ৮৩ দশমিক ৬২ ডলারে পৌঁছেছিল। 


বিজ্ঞাপন


ভূ-রাজনৈতিক ঝুঁকি, দুর্বল আর্থিক নীতি এবং ক্রমাগত বাজেট ঘাটতির কথা উল্লেখ করে আরবিসি ক্যাপিটাল মার্কেটস তাদের দীর্ঘমেয়াদী স্বণের দামের পূর্বাভাস ২০২৬ সালে গড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬০০ ডলার এবং ২০২৭ সালে প্রতি আউন্স ৫ হাজার ১০০ ডলারে উন্নীত করেছে।

সূত্র: রয়টার্স

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর