মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বাড়িতে পড়ে গিয়ে আহত হয়েছেন। এ ঘটনায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজ বাসভবনে দুর্ঘটনার শিকার হওয়ার পর ১০০ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিককে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয় বলে জানিয়েছেন তার এক সহযোগী। খবর আল জাজিরার।
বিজ্ঞাপন
বার্তা সংস্থা এএফপিকে মাহাথিরের সহকারী সুফি ইউসুফ জানান, বাড়ির বারান্দা থেকে বসার ঘরে যাওয়ার সময় তিনি পড়ে যান। এরপর তাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
মাহাথিরের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করে সুফি ইউসুফ বলেন, তিনি সচেতন আছেন। এই মুহূর্তে তাকে ভর্তি রাখা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি বলা খুবই কঠিন।
সাম্প্রতিক বছরগুলোতে মাহাথির মোহাম্মদ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। গত জুলাই মাসে নিজের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত একটি পিকনিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ক্লান্তিজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বিজ্ঞাপন
মাহাথির মোহাম্মদ এর আগে হৃদরোগজনিত সমস্যায় একাধিকবার বাইপাস অস্ত্রোপচার করিয়েছেন। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা মাহাথির মোহাম্মদের শারীরিক অবস্থার বিষয়ে আরও তথ্যের অপেক্ষায় রয়েছে দেশবাসী।
-এমএমএস

