বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম

শেয়ার করুন:

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

জাপানের পশ্চিম উপকূলে মঙ্গলবার ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে। তবে দেশের কোথাও সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর এএফপি।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে শিমান প্রিফেকচারে ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে। যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পাওয়া যায়নি। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮।


বিজ্ঞাপন


জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, একই অঞ্চলে ৪.৫, ৫.১, ৩.৮ ও ৫.৪ মাত্রার কয়েকটি ছোট ভূমিকম্পও অনুভূত হয়েছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি হয়নি।

পৃথিবীর যেকোনো দেশের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয় জাপানে। ভৌগলিক অবস্থানগত কারণেই দেশটিতে বেশি ভূমিকম্প হয়। প্রায় ১২৫ মিলিয়ন মানুষের আবাসস্থল এই দেশটিতে প্রতি বছর গড়ে দুই হাজারের মতো ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। তবে ভূমিকম্পগুলোর অধিকাংশই ক্ষীণ হয়ে থাকে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর