বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বড় ধরনের সন্ত্রাসী হামলা এড়াল পাকিস্তান, ২ হাজার কেজি বিস্ফোরক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ পিএম

শেয়ার করুন:

বড় ধরনের সন্ত্রাসী হামলা এড়াল পাকিস্তান, ২ হাজার কেজি বিস্ফোরক উদ্ধার

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে এক অভিযানে দুই হাজার কেজিরও বেশি বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। এর মাধ্যমে একটি বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা এড়ানো গেছে বলে দাবি করেছে আইন প্রয়োগকারী সংস্থাটি।  

সোমবার করাচিতে এক সংবাদ সম্মেলনে সিটিডির উপ-মহাপরিদর্শক (ডিআইজি) গোলাম আজফর মাহেসার এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন সিটিডির অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি) জুলফিকার আলী লারিক।  


বিজ্ঞাপন


ডিআইজি মাহেসার বলেন, প্রধান গোয়েন্দা সংস্থা- আইএসআই, স্পেশাল ব্রাঞ্চ, ইন্টেলিজেন্স ব্যুরো এবং সিন্ধু ও বেলুচিস্তান সিটিডির তথ্যে ভিত্তিতে করাচির রইস গোথ এলাকায় একটি সন্ত্রাসী আস্তানা অভিযান চালানো হয়। এসময় একটি ট্রাকে ৩০ বড় ড্রাম ও পাঁচটি সিলিন্ডার ভর্তি দুই হাজার কেজিরও বেশি বিস্ফোরক এবং বিপুর পরিমানে ডেটোনেটর জব্দ করা হয়েছে। 

তিনি জানান, অভিযানে তিনজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। যদিও তিন-চারজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করা হয়েছে উল্লেখ করে পুলিশ কর্মকর্তা আরও বলেন, গ্রেফতার সন্দেহভাজনরা করাচিতে একটি বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল। এর জন্য বিস্ফোরকগুলো বিভিন্ন রুট দিয়ে পরিবহন করে রইস গোথ এলাকার সংশ্লিষ্ট স্থানে একত্রিত করা হচ্ছিল।

সন্ত্রাসীদের পরিচয় সম্পর্কে ডিআইজি বলেন, গ্রেফতার সন্দেহভাজনরা দেশটির বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এবং মাজিদ ব্রিগেডের বশির জেব নেটওয়ার্কের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।


বিজ্ঞাপন


‘সম্ভাব্য সন্ত্রাসী হামলার সমস্ত পরিকল্পনা দেশের বাইরে থেকে করা হয়েছিল’— উল্লেখ করে তিনি আরও বলেন, জড়িতদের সহায়তাকারী এবং হ্যান্ডলারদের ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং বেশ কয়েকটি দল তাদের গ্রেফতারের জন্য কাজ করছে। 

উল্লেখ্য, ২০২৫ সালে পাকিস্তানে সামগ্রিক সহিংসতা ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা এটিকে এক দশকের মধ্যে সবচেয়ে সহিংস বছর করে তুলেছে। বিশেষ করে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া সবেচেয়ে বেশি সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। পুরো ২০২৫ সালে দেশজুড়ে রেকর্ড হওয়া ৯৩ শতাংশেও বেশি সহিংস ঘটনা ও প্রায় ৯৬ শতাংশ প্রাণহানি ঘটেছে প্রদেশটিতে। এসব সন্ত্রাসী হামলার পেছনে ভারত ও আফগানীস্তানকে দায়ী করে আসছে পাকিস্তানের সরকার।

সূত্র: জিও নিউজ, ডন

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর