বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মাদুরোকে আটকের পর বিশ্ববাজারে কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০৭:২৫ পিএম

শেয়ার করুন:

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্বব্যাপী তেলের বৃহত্তম মজুদের আবাসস্থল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র কর্তৃক আটকের পর তেল সরবরাহ বাড়ার প্রত্যাশায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (০৫ জানুয়ারি) ৯ টা ৪০ মিনিটে (গ্রিনিচ মান সময়) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ২৩ সেন্ট বা ০ দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬০ দশমিক ৫২ ডলারে বিক্রি হচ্ছে। অন্যদিকে আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সেস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৩ সেন্ট বা ০ দশমিক ৪ শতাংশ কমে ৫৭ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে।


বিজ্ঞাপন


গত শনিবার ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্ত্রী ফ্লোরেসকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন সেনারা। বর্তমানে তাদের নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার রাখা হয়েছে। মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় স্থানীয় সময় আজ (৫ জানুয়ারি) ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে।  

image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, ওয়াশিংটন ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেবে এবং নিষেধাজ্ঞা বহাল থাকবে। তার এই ঘোষণার পরই বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে ঘটনা ঘটেছে উল্টো।  


বিজ্ঞাপন


বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলার তেলের ক্ষেত্রগুলোতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ করতে চাওয়ায় আগামী কয়েকমাসে বিশ্ব বাজারে বাড়বে তেলের উৎপাদন। যার ফলে তেলের দামে নিম্নমুখিতা বজায় থাকবে। 

এদিকে কারাকাসে মার্কিন হামলার একদিন পর রোববার জরুরি বৈঠকে বসে সৌদি আরবের নেতৃত্বাধীন বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক প্লাস। সভায় বৈশ্বিক তেলের উৎপাদন স্থিতিশীল রাখার বিষয়ে একমত হয় ওপেক সদস্যরা। 

প্রসঙ্গত, একসময় বৈশ্বিক তেল বাজারে ভেনেজুয়েলা প্রভাবশালী ছিল। তবে ২০০০ সালের পর ভেনেজুয়েলা তেল কার্যক্রম জাতীয়করণে অব্যবস্থাপনা এবং বিদেশী সংস্থাগুলোর বিনিয়োগের অভাবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে তেল উৎপাদন হ্রাস পেয়েছে। গত বছর গড়ে উৎপাদন ছিল প্রায় ১ দশকি ১ মিলিয়ন ব্যারেল, যা বৈশ্বিক উৎপাদনের মাত্র ১ শতাংশ।

এদিকে, ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রভাব পড়েছে এশিয়ার স্বর্ণের বাজার। সোমবার আউন্সপ্রতি বেড়েছে সোনা ও রুপার দাম।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৪১১ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে, যা গত ২৯ ডিসেম্বরের পর থেকে সর্বোচ্চ।  একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৪২০ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে। 

অন্যদিকে, সোনার সঙ্গে রুপার দামও বেড়েছে। সোমবার ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স স্পট সিলভার ৭৫ দশমিক ২৫ ডলারে বিক্রি হচ্ছে। 


সূত্র: রয়টার্স

 

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর