বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

থাইল্যান্ডে ভারতীয়কে বেদম পেটালো যৌনকর্মীরা (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:৩৪ পিএম

শেয়ার করুন:

থাইল্যান্ডে ভারতীয়কে বেধম পেটালো যৌনকর্মীরা (ভিডিও)

থাইল্যান্ডের পাতায়ায় যৌন সেবার জন্য অর্থ দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগে এক ভারতীয় পর্যটককে মারধর করেছে একদল ট্রান্সজেন্ডার নারী। গত ২৭ ডিসেম্বর ভোরে ঘটে যাওয়া এই ঘটনাটির একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ ব্যাপক ভাইরাল হয়েছে। 

একটি ভিডিওতে দেখা যায়, রাজ জাসুজা নামে ৫২ বছর বয়সী এক ভারতীয় নাগরিকের কাছ থেকে তিনজন ট্রান্স নারী টাকা দাবি করছেন। তবে টাকা দিতে অস্বীকৃতি জানান এবং গাড়িতে করে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করেন রাজু। এরপরই ওই ট্রান্স নারীরা কিছু পথচারীর সাহায্যে তাকে গাড়ি থেকে টেনে বের করে আনেন। এরপর জরুরি সেবা প্রদানকারীরা তাকে উদ্ধার করার আগ পর্যন্ত লাথি, কিল, ঘুসি ও জুতা দিয়ে মারতে থাকেন।


বিজ্ঞাপন


স্থানীয় সংবাদমাধ্যম থাইগারের এক প্রতিবেদনে জানিয়েছে, উদ্ধারকর্মীরা জাসুজার মুখ এবং মাথার পিছনে আঘাতের চিহ্ন দেখতে পান। ঘটনাস্থলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে আরও চিকিৎসার জন্য পাত্তামাকুন হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

১৯ বছর বয়সী একজন থাই প্রত্যক্ষদর্শী উদ্ধারকর্মীদের জানিয়েছেন, পাতায়ার জনপ্রিয় ওয়াকিং স্ট্রিট এলাকার প্রবেশপথের কাছে জাসুজাকে একজন ট্রান্সজেন্ডার যৌনকর্মীর সঙ্গে তর্ক করতে দেখেছেন। 

অন্যান্য প্রত্যক্ষদর্শীরাও দাবি করেছেন, ভারতীয় পর্যটক যৌন পরিষেবার জন্য নির্ধারিত অর্থ প্রদান করতে ব্যর্থ হওয়ার কারণেই এই ঝগড়া শুরু হয়েছিল।


বিজ্ঞাপন


থাই পুলিশ জানিয়েছে, রাজু জাসুজা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তাকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে বলা হবে এবং থাই আইন অনুসারে বিস্তারিত তদন্ত করা হবে।

এরআগে গত সেপ্টেম্বরে অনুপযুক্তভাবে স্পর্শ করার অভিযোগে একজন ভারতীয় পর্যটককে মারধর করেন একজন ট্রান্সজেন্ডার যৌনকর্মী।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর