ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের সময় মার্কিন অভিযানে কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার কমপক্ষে ৩২ জন সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকার।
সোমবার (৫ জানুয়ারি) কিউবা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, মাদুরোর নিরাপত্তার দায়িত্বে থাকা ৩২ সেনা ও গোয়েন্দা নিহতের ঘটনায় দেশজুড়ে দুইদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
নিহতদেরকে ‘সাম্রাজ্যবাদী পোশাক পরিহিত সন্ত্রাসীদের মুখোমুখি হয়ে প্রাণ হারানো কিউবান যোদ্ধা’ বলে অভিহিত করে বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের দেশপ্রেমিকরা মর্যাদা ও বীরত্বের সঙ্গে তাদের কর্তব্য পালন করেছে এবং তীব্র প্রতিরোধের পর, আক্রমণকারীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অথবা সুযোগ-সুবিধাগুলোতে বোমা হামলার ফলে নিহত হয়েছে।’
তাদের সন্মানে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেল।
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল বলেছেন, ভেনেজুয়েলার অনুরোধে তারা মাদুরো এবং তার স্ত্রীকে সুরক্ষা প্রদান করছিলেন নিহত সেনা ও গোয়েন্দা সদস্যরা। তবে যুক্তরাষ্ট্রের হামলার সময় কিউবার কতজন সেনা ও গোয়েন্দা মাদুরোর নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেটি নিশ্চিত করেনি তিনি।
প্রসঙ্গত, নিকোলাস মাদুরো ক্ষমতায় আসার পর থেকেই তেলের বিনিময়ে তাকে নিরাপত্তা প্রদান করে আসছে কিউবা।
বিজ্ঞাপন
এদিকে গত শনিবার কারাকাসে মাদুরোকে আটতের সময় মার্কিন অভিযান কতজন সেনা বা বেসামরিক নাগরিক নিহত হয়েছেন তা নিশ্চিত করেনি ভেনেজুয়েলা সরকার। তবে নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এই অভিযানে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) ভোর রাতে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্ত্রী ফ্লোরেসকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন সেনারা। বর্তমানে তাদের নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার রাখা হয়েছে। মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় স্থানীয় সময় আজ (৫ জানুয়ারি) ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে।
সূত্র: বিবিসি
এমএইচআর

