বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রে সাবেক প্রেমিকের ফ্ল্যাটে মিলল ভারতীয় তরুণীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রে সাবেক প্রেমিকের ফ্ল্যাটে মিলল ভারতীয় তরুণীর মরদেহ
নিহত নিকিতা গদিশালা

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সাবেক প্রেমিকের অ্যাপার্টমেন্ট থেকে ২৭ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত তরুণীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ৩১ ডিসেম্বর রাত থেকে নিখোঁজ ছিলেন নিকিতা গদিশালা নামে ওই তরুণী। এ ঘটনায় পর থেকেই নিকিতার সাবেক প্রেমিক অর্জুন শর্মা পলাতক রয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহত নিকিতা গোদিশালা হাওয়ার্ড কাউন্টির এলিকট সিটির বাসিন্দা এবং মেরিল্যান্ডের কলম্বিয়াতে ভেদা হেলথ-এ একজন ডাটা ও স্ট্র্যাটেজি অ্যানালিস্ট হিসেবে কাজ করতেন। 


বিজ্ঞাপন


হাওয়ার্ড কাউন্টি পুলিশ জানায়, নিকিতার লাশ পাওয়া যায় তার সাবেক প্রেমিক ২৬ বছর বয়সী অর্জুন শর্মার মালিকানাধীন একটি অ্যাপার্টমেন্ট থেকে। গত ২ জানুয়ারি অর্জুন শর্মা নিজেই নিকিতার নিখোঁজের অভিযোগ দায়ের করেন। সে সময় তিনি পুলিশকে জানান, ৩১ ডিসেম্বর সর্বশেষ তিনি নিকিতাকে তার অ্যাপার্টমেন্টেই দেখেছিলেন। 

পুলিশ তদন্তে নেমে গত ৩ জানুয়ারি অর্জুনের অ্যাপার্টমেন্ট থেকে নিকিতার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। তার শরীরে ছুরি দিয়ে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় শর্মার বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ডিগ্রির হত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

তদন্তে পুলিশের ধারণা, ৩১ ডিসেম্বর সন্ধ্যে ৭টার কিছু পর নিকিতাকে খুন করা হয়েছে। এই ঘটনার তদন্ত এখনও চলছে এবং তবে এখনও পর্যন্ত খুনের কোনও কারণ জানা যায়নি। 

হাওয়ার্ড কাউন্টি পুলিশ আরও জানিয়েছে, ধারণা করা হচ্ছে- যেদিন নিকিতার নিখোঁজের রিপোর্ট করা হয়, সেদিনই অর্জুন শর্মা ফ্লাইটে করে ভারতে পালিয়ে যান। তারা এখন ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছে যাতে অর্জুন শর্মাকে খুঁজে বের করে গ্রেফতার করা যায়।


বিজ্ঞাপন


ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা নিকিতা গদিশালার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সব ধরনের কনস্যুলার সহায়তা দিচ্ছে। তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টি নিয়ে যোগাযোগ করছে। 


সূত্র: এনডিটিভি

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর