সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দেবে স্টারলিংক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দেবে স্টারলিংক

ভেনেজুয়েলায় বিনমূল্যে ব্রডব্যান্ড ইন্টরনেট পরিষেবা প্রদানের ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন ইন্টারনেট পরিষেবাদাতা কোম্পানি স্টারলিংক। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এই পরিষেবা অব্যাহত থাকবে।  

রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ ঘোষণা দিয়েছে স্টারলিংক। 


বিজ্ঞাপন


এক্সবার্তায় কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, এখন থেকে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার জনগণ বিনামূল্যে এবং নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট পরিষেবা ভোগ করবেন। স্টারলিংক এই মর্মে নিশ্চয়তা দিচ্ছে যে ইন্টারনেট সংযোগে কোনো ব্যাঘাত ঘটবে না।

ভেনেজুয়েলার সাধারণ জনগণের জন্য এটি একটি সুখবর। কারণ সরকারের কঠোর নিষেধাজ্ঞা, ঘন ঘন লোডশেডিং এবং নিম্নগতির কারণে ভেনেজেুয়েলার ইন্টারনেট পরিষেবার মান খুব খারাপ। 

অন্যদিকে স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইডার কোম্পানি স্টারলিংক বর্তমানে বিশ্বের সেরা ইন্টারনেট পরিষেবা কোম্পানি।


বিজ্ঞাপন


শনিবার ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে নিয়ে এসেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। 

বর্তমানে তারা নিউইয়র্কের প্রধান শহর নিউইয়র্ক সিটির ফেডারেল হেফাজতে বন্দি আছেন।

২০১৭ সালে ট্রাম্প যখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন, সে সময় থেকেই নিকোলাস মাদুরোকে নিজের রাজনৈতিক প্রতিপক্ষ মনে করতেন তিনি। 

২০২৫ সালে দ্বিতীয় প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার পর মাদুরোর প্রতি আরো আগ্রাসী হয়ে ওঠেন প্রেসিডেন্ট ট্রাম্প।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর