সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ট্রাম্পের হুমকির পরই সীমান্তে কলম্বিয়ার সেনা মোতায়েন 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম

শেয়ার করুন:

ট্রাম্পের হুমকির পরই সীমান্তে কলম্বিয়ার সেনা মোতায়েন 
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে শনিবার অপহরণের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকেও সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর পরই ভেনেজুয়েলা সীমান্তে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। খবর এএফপি ও সিএনএনের।


বিজ্ঞাপন


 ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে ট্রাম্প যে দাবি করেছেন, তার পরিপ্রেক্ষিতে পেত্রো এ নির্দেশ দেন। 

পেত্রো ওয়াশিংটনের পদক্ষেপকে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর ‘আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, এর ফলে মানবিক সংকট সৃষ্টি হবে।

এ পরিস্থিতি সংলাপের মাধ্যমে সমাধান সম্ভব উল্লেখ করলেও বামপন্থী এই নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান। তিনি ভেনেজুয়েলা সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

তবে, মাদুরো আটক হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি পেত্রো। যদিও ভেনেজুয়েলার এই নেতা আঞ্চলিকভাবে তার সরকারের অন্যতম ঘনিষ্ঠ মিত্র।

স্ত্রীসহ নিকোলাস মাদুরোকে অপহরণের পরই কলম্বিয়ায়ও মার্কিন সেনা অভিযানের আভাস পেয়ে ছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট।

বড় আকারের সামরিক অভিযানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন সেনারা গ্রেফতারের পর মাদক পাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শনিবার ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে কঠোর ভাবে সতর্ক করেছেন।

ট্রাম্প বলেছেন, কলম্বিয়ায় কারখানা আছে, সেখানে কোকেন তৈরি করে তা মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে। তাই কলম্বিয়াকেও অবশ্যই তার নিজের সম্পর্কে সতর্ক থাকতে হবে।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর