সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

রক্তপাত ছাড়াই আটক মাদুরো, অভিযানটি ছিল টিভি অনুষ্ঠানের মতো: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০১:২৩ এএম

শেয়ার করুন:

রক্তপাত ছাড়াই আটক মাদুরো, অভিযানটি ছিল টিভি অনুষ্ঠানের মতো: ট্রাম্প

ভেনিজুয়েলায় অভিযানে কোনো মার্কিন সেনার মৃত্যু হয়নি। গোটা অভিযানটি ছিল বাধাহীন। যেন টেলিভিশনে কোনো অনুষ্ঠান দেখছিলাম। ভেনিজুয়েলার প্রেসিডেন্টে নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটকের পর এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার ভোরে আমেরিকার সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সেনাদের প্রশংসা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ‘ভেনিজুয়েলায় অন্ধকার নেমে এসেছিল। ইতোমধ্যে অনেক অভিজ্ঞ সামরিক কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা প্রত্যেকেই বলেছেন, পৃথিবীর আর কোনো দেশ এমন সামরিক অভিযান চালাতে সক্ষম নয়।’ 


বিজ্ঞাপন


সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন তিনি অভিযানে নজর রেখেছিলেন। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘অভিযানটি এক কথায় অবিশ্বাস্য ছিল। মার্কিন সেনা অভূতপূর্ব দক্ষতার পরিচয় দিয়েছে। কোনো দেশ এধরনের অভিযানে চালাতে পারদর্শী নয়। হেলিকপ্টার, যুদ্ধবিমানসহ বিপুল সংখ্যক বিমান এ অভিযানে অংশ নিয়েছিল।’ মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, চার দিন আগে এই অভিযান চালানোর কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তা সম্ভাব হয়নি।

শনিবার ভোররাতে ভেনিজুয়েলায় হামলা চালায় আমেরিকা। এরপরই প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, ‘নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে।’ 

মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে আনা হচ্ছে। কয়েক সপ্তাহ আগেই মাদুরোর সঙ্গে আমার কথা হয়। তখন বলেছিলাম আপনাকে হার মানতে হবে।’ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর