ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এর মধ্যে ভেনিজুয়েলার মিত্র ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরি সম্পর্কের দেশগুলো এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এছাড়াও উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে কয়েকটি দেশ।
ইরান
বিজ্ঞাপন
শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে এবং জোর দিয়ে বলেছে যে এটি দেশটির জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে এই আক্রমণকে জাতিসংঘ সনদের মৌলিক নীতি এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়ম, বিশেষ করে সনদের অনুচ্ছেদ ২, অনুচ্ছেদ ৪, যা বল প্রয়োগ নিষিদ্ধ করে, তার স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে তেহরান।
তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র ইরান যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছে, এটি একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রকাশ্য লঙ্ঘন।
কলম্বিয়া
ভেনেজুয়েলার প্রতিবেশি দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এ ঘটনাকে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি সতর্ক করে বলেন, এই হামলার ফলে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হতে পারে। একই সঙ্গে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের দাবি জানান।
কিউবা
এছাড়াও ভেনেজুয়েলার সীমান্তে বেসামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে পেত্রো। দেশ দুটির মধ্যে দুই হাজার কিলোমিটারেরও বেশি স্থল সীমান্ত রয়েছে।
রাশিয়া
ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘সশস্ত্র আগ্রাসন’ বলে উল্লেখ করে রাশিয়া বলছে, এই হামলার কোনো বৈধ বা গ্রহণযোগ্য অজুহাত নেই।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ‘যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভেনেজুয়েলার বিরুদ্ধে সংঘটিত ‘সশস্ত্র আগ্রাসন’ নিয়ে মস্কো গভীরভাবে উদ্বিগ্ন। বর্তমান পরিস্থিতিতে আরও উত্তেজনা রোধ করা এবং সংলাপের মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করাই গুরুত্বপূর্ণ।’
মন্ত্রণালয় আরও জানায়, ‘ভেনেজুয়েলাকে অবশ্যই বাইরের কোনো ধ্বংসাত্মক সামরিক হস্তক্ষেপ ছাড়া নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার নিশ্চিত করতে হবে। ভেনেজুয়েলার জনগণের সঙ্গে আমাদের সংহতি এবং দেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের নেতৃত্বের নীতির প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি।’
কিউবা
কিউবার প্রেসেডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বলেছেন, তার দেশ ‘ভেনিজুয়েলার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের অপরাধমূলক আক্রমণের নিন্দা জানায় এবং জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া আশা করে।’
এক এক্স বার্তায় তিনি আরও বলেন, শান্তিপূর্ণ অঞ্চলে বর্বরভাবে আক্রমণ করা হচ্ছে, যা কেবল ভেনেজুয়েলার জনগণের উপরই নয় বরং আরও বিস্তৃতভাবে ‘আমাদের আমেরিকা’ (লাতিন আমেরিকা)-এর ওপরও হামলা।’
ইউরোপীয় ইউনিয়ন
ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাস এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, তিনি ভেনেজুয়েলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং কারাকাসে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। ইইউ ভেনেজুয়েলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’
তিনি আরও বলেন, ‘ইইউ বারবার বলেছে যে মাদুরোর বৈধতা নেই এবং তারা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পক্ষে। যে কোনো পরিস্থিতিতেই আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালা মানতে হবে। আমরা সংযমের আহ্বান জানাই। দেশটিতে অবস্থানরত ইইউ নাগরিকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
যুক্তরাজ্য
এদিকে ভেনিজুয়েলায় মার্কিন অভিযানে যুক্তরাজ্য কোনওভাবেই জড়িত ছিল না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।
তিনি আরও জানান, নিকোলাস মাদুরোকে ‘আটক’ করার বিষয়ে তিনি এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেননি। এটি স্পষ্টতই একটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং আমাদের সমস্ত তথ্য যাচাই করতে হবে।
স্পেন
স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়ে বলেছে, ভেনেজুয়েলায় উত্তেজনা প্রশমিত করা, সংযম এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানায়। একই সঙ্গে ভেনেজুয়েলায় গণতান্ত্রিক, আলোচনাভিত্তিক ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে আগ্রহ প্রকাশ করেছে মাদ্রিদ।
জার্মানি
জার্মানি জানিয়েছে, তারা ভেনেজুয়েলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ইউরোপীয় অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখছে।
ইতালি
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, তিনি ভেনেজুয়েলার পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন’, একই সঙ্গে দেশটিতে থাকা ইতালীয় নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহের দিকেও নজর রাখছেন।
তিনি আরও বলেন, তিনি ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ও কারাকাসে নিযুক্ত ইতালীয় রাষ্ট্রদূদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
প্রসঙ্গত, বর্তমানে ভেনেজুয়েলায় প্রায় ১ লাখ ৬০ হাজার ইতালীয় নাগরিক বসবাস করছেন, যাদের অধিকাংশেরই দ্বৈত নাগরিকত্ব রয়েছে।
ট্রিনিদাদ ও টোবাগো
ট্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা পার্সাদ-বিসেসর এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ভেতরে সামরিক অভিযান শুরু করেছে। তবে ট্রিনিদাদ ও টোবাগো এই অভিযানের কোনো অংশ নয় এবং তারা ভেনেজুয়েলার জনগণের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।
সূত্র: বিবিসি, আলজাজিরা
এমএইচআর

