ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীর বিরুদ্ধে নিউইয়র্কের সাউথ ডিস্ট্রিক্টে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।
তিনি বলেন, মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদ, কোকেন আমদানি, মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস রাখার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
বিজ্ঞাপন
বন্ডি আরও বলেন, ‘তারা (মাদুরো এবং তার স্ত্রীর) শিগগিরই আমেরিকার মাটিতে, আমেরিকান আদালতে, আমেরিকান ন্যায়বিচারের মুখোমুখি হবেন। তবে মাদুরো স্ত্রীর ও ফাস্ট লেডি সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে সেটি নিয়ে কিছু বলেননি তিনি।
ভেনিজুয়েরায় অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের সাহসী সেনাবাহিনীকে ধন্যবাদ, যারা এই দুই অভিযুক্ত আন্তর্জাতিক মাদক পাচারকারীকে ধরার জন্য অবিশ্বাস্য এবং অত্যন্ত সফল অভিযান পরিচালনা করেছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ভেনেজুয়েলায় একটি মাদক সাম্রাজ্য চালান মাদুরো। সেখানে মাদক উৎপাদন করে সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। এ কারণে মাদুরোর বিরুদ্ধে ২০২০ সালেই পরোয়ানা জারি করা হয়েছিল। এমনকি তাকে গ্রেফতার বা আটকে সহায়তা করলে ৫ কোটি ডলার পুরস্কারও ঘোষণা করেছিল ওয়াশিংটন।
সূত্র: বিবিসি
বিজ্ঞাপন
এমএইচআর

