সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মাদুরোহীন ভেনিজুয়েলার ভবিষ্যৎ কী?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম

শেয়ার করুন:

মাদুরোহীন ভেনিজুয়েলার ভবিষ্যৎ কী?

ভেনিজুয়েলার ব্যাপক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এতে প্রভাবশালী এই নেতা ছাড়া লাতিন আমেরিকার এই দেশটির ভবিষ্যৎ পরিস্থিতি কী হবে তা এখনো অস্পষ্ট।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মাদুরোর আস্থাভাজন সেনাবাহিনী কোনো আলোচনা ছাড়া ক্ষমতা ছাড়ার সম্ভাবনা একবারে নেই বলেই চলে। এমনিতেই মাদুরোকে আটক ও মার্কিন হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভেনিজুয়েলার সেনাবাহিনী।


বিজ্ঞাপন


অন্যদিকে মাদুরোর জায়গায় ক্ষমতায় বসতে চান বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। গত বছর নোবেল শান্তি পুরস্কারজয়ী মাচাদো নিজেকে পশ্চিমা-সমর্থিত সম্ভাব্য বিকল্প হিসেবে তুলে ধরেছেন, কিন্তু মাদুরোর বিরুদ্ধে যারা কাজ করেন তাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরোধীতা করেন।

এছাড়া নিকোলাস মাদুরো নেতৃত্বাধীন তার রাজনৈতিক দল শাভেসিমো মুভমেন্টও ভেনিজুয়েলায় এখনো বেশ জনপ্রিয়।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভেনিজুয়েলা এখন গৃহযুদ্ধ অথবা বিপর্যয়কর দ্বন্দ্ব পর্যবসিত হতে পারে।


বিজ্ঞাপন


ভেনেজুয়েলার সাংবাদিক সিসি ডি ফ্লাভিস বলেন, ‘মাদুরোকে অপসারণের পর ভেনিজুয়েলার পুনর্গঠন এবং মানুষের মানসিকতাসহ সবকিছু পরিবর্তন করতে কয়েক দশক না হলেও বছরের পর বছর সময় লাগবে। কারণ আমরা গত ২৭ বছর ধরে এই শাসনব্যবস্থার অধীনে আছি।’

তিনি আরও বলেন, ‘ধরুন মাচাদো আগামীকাল প্রেসিডেন্ট হবেন। এর অর্থ এই নয় যে পরিস্থিতি এখনই বদলে যাবে। মানুষের মানসিকতা পরিবর্তন করতে, ভেনেজুয়েলা আবার সমৃদ্ধ হতে এবং দেশে নির্বাচনের একটি বাস্তব কাঠামো তৈরি করতে বছরের পর বছর সময় লাগবে।’

এদিকে মাদুরোকে আটকের পর দেশটির বিরুদ্ধে আর কোনও পদক্ষেপ বা হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রুবিওর সঙ্গে ফোনে কথা বলার পর ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর আটকের বিষয়টি নিশ্চিত করে এই তথ্য জানিয়েছে মার্কিন সিনেটর মাইক লি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মাইক লি লিখেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন- মাদুরো মার্কিন হেফাজতে থাকায় ভেনেজুয়েলায় আর হামলা চালানো হবে না।’

তিনি আরও বলেন, ‘মাদুরোর গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করতে যারা কাজ করছিলেন তাদের সুরক্ষা এবং প্রতিরক্ষার জন্য ভেনেজুয়েলায় মধ্যরাতে এসব হামলা চালানো হয়েছে।’

সূত্র: আলজাজিরা

 

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর