শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ইমরান খানকে সমর্থন

৭ সাংবাদিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ০৭:৫৪ পিএম

শেয়ার করুন:

৭ সাংবাদিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল পাকিস্তান

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনে অনলাইন কার্যকলাপে অভিযোগে সাত সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্টকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত। তাদের সন্ত্রাসবাদ-সম্পর্কিত অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।

২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে তার সমর্থকদের সহিংস বিক্ষোভ ও সামরিক স্থাপনায় হামলার পর দায়ের করা মামলাগুলোর ভিত্তিতে শুক্রবার এই সাজা দেওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


অভিযোগ রয়েছে, ৯ মে অস্থিরতার সময় সামরিক ও সরকারি প্রতিষ্ঠানের হামলার জন্য জনগণকে উস্কে দেওয়ার এবং সহায়তা করার জন্য স্যোশাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেছিলেন অভিযুক্তরা। 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— দেশটির সাবেক সেনা কর্মকর্তা ও ইউটিউবার আদিল রাজা এবং সৈয়দ আকবর হুসেন, সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান, সাবির শাকির এবং শাহীন শেহবাই, উপস্থাপক হায়দার রাজা মেহেদী এবং বিশ্লেষক মোঈদ পিরজাদা।

আদালত রায়ে বলেছে, অভিযুক্তদের কর্মকাণ্ড পাকিস্তানি আইনের অধীনে ‘সন্ত্রাসবাদের আওতায় পড়ে’ এবং তাদের অনলাইন কার্যকলাপ সমাজে ‘ভয় ও অস্থিরতা’ উস্কে দিচ্ছে। 

আদালতের নথির বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, দোষী সাব্যস্তদের বেশিরভাগই পাকিস্তানের বাইরে ছিলেন এবং বিচারের সময় আদালতে উপস্থিত ছিলেন না।  


বিজ্ঞাপন


কারাদণ্ডপ্রাপ্ত সাংবাদিক বা তাদের আইনজীবীদের সঙ্গে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করতে পারেনি রয়টার্স।

এদিকে দোষী সাব্যস্তদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অতিরিক্ত কারাদণ্ড ও জরিমানাও করেছে আদালত। জরিমানা পরিশোধ না করলে আরও কারাদণ্ডের আদেশ দিয়েছে। তবে ইসলামাবাদ হাইকোর্ট কর্তৃক নিশ্চিতকরণ সাপেক্ষে এই সাজা কার্যকর হবে।

সূ্ত্র: রয়টার্স, ডন

এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর