শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‘খারাপ প্রতিবেশী’ তকমা দিয়ে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি জয়শঙ্করের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

‘খারাপ প্রতিবেশী’ তকমা দিয়ে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি জয়শঙ্করের

পাকিস্তানকে ‘খারাপ প্রতিবেশী’ অভিহিত করে ইসলামাবাদকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

শুক্রবার মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতাকালে জয়শঙ্কর বলেছেন, ‘আমাদের কী করা উচিত বা কী করা উচিত নয় তা কেউ বলে দিতে পারে না’। মূলত গত মে মাসে পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনী সামরিক অভিযান ‘অপারেশন সিন্দুর’-এর দিকে ইঙ্গিত করেছেন তিনি। 


বিজ্ঞাপন


জয়শঙ্কর বলেন, ‘আপনার খারাপ প্রতিবেশীও থাকতে পারে। দুর্ভাগ্যবশত, আমাদের আছে। আর যখন আপনার খারাপ প্রতিবেশী থাকে, যদি কোনো দেশ সিদ্ধান্ত নেয় যে তারা ইচ্ছাকৃতভাবে, অবিচলভাবে এবং অনুতপ্ত না হয়ে সন্ত্রাসবাদ চালিয়ে যাবে; তাহলে আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের জনগণকে রক্ষা করার অধিকার আছে। আমরা সেই অধিকার প্রয়োগ করব।’  

তিনি আরও বলেন, ‘আমরা কীভাবে নিজ অধিকার প্রয়োগ করব তা আমাদের ওপর নির্ভর করে। আমাদের কী করা উচিত বা কী করা উচিত নয় তা কেউ বলে দিতে পারে না। আত্মরক্ষার জন্য আমাদের যা যা করার দরকার আমরা তাই করব।’
 
১৯৬০ সালে পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত ‘সিন্ধু পানি চুক্তি’ নিয়েও কথা বলেন জয়শঙ্কর, যা গত এপ্রিলে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর স্থগিত করা হয়েছিল। 
 
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেক বছর আগে আমরা (ভারত-পাকিস্তান) পানি-বণ্টন ব্যবস্থায় একমত হয়েছিলাম। কিন্তু যদি আপনার (পাকিস্তান) দশকের পর দশক ধরে সন্ত্রাসবাদ থাকে, তাহলে কোনো ভালো প্রতিবেশীত্ব থাকে না এবং এর সুবিধাও পাওয়া যায় না। তখন আপনি বলতে পারবেন না যে, ‘দয়া করে আমার সাথে পানি ভাগ করে নিন, কিন্তু আমি আপনার সাথে সন্ত্রাসবাদ চালিয়ে যাব।’
 
ভারত ‘বিভিন্ন ধরনের প্রতিবেশী’ দিয়ে ঘেরা উল্লেখ করে জয়শঙ্কর আরও বলেন, ‘যদি আপনার এমন কোন প্রতিবেশী থাকে যে আপনার প্রতি ভালো অথবা অন্তত আপনার জন্য ক্ষতিকর নয়; তাহলে আপনার স্বাভাবিক প্রবৃত্তি হলো সদয় হওয়া, সেই প্রতিবেশীকে সাহায্য করা এবং একটি দেশ হিসেবে আমরা এটাই করি।’
 
এর আগে, ‘ভারতের বেশিরভাগ সমস্যা’ পাকিস্তানি সেনাবাহিনী থেকে উদ্ভূত বলে গত মাসে মন্তব্য করেছিলেন এস জয়শঙ্কর।


বিজ্ঞাপন


পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছিলেন, ‘ভালো সন্ত্রাসী এবং খারাপ সন্ত্রাসী যেমন আছে, তেমনি ভালো সামরিক নেতাও আছে এবং দৃশ্যত খুব একটা ভালো নয়।’


সূত্র: এনডিটিভি


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর