শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

আনুষ্ঠানিকভাবে ইউরোজোনে যোগ দিয়েছে বুলগেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ১০:১৭ এএম

শেয়ার করুন:

আনুষ্ঠানিকভাবে ইউরোজোনে যোগ দিয়েছে বুলগেরিয়া

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২১তম সদস্য দেশ হিসেবে ইউরোজোনে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ইউরোপীয় দেশ বুলগেরিয়া। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানী সোফিয়ায় দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ভবনে ইউরো মুদ্রার প্রতীক প্রদর্শন করা হয়েছে। এ সময় আতশবাজির মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করা হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার মধ্যরাত থেকে বুলগেরিয়ার একমাত্র সরকারি মুদ্রা হিসেবে কার্যকর হয়েছে ‘ইউরো’ । এর মধ্য দিয়ে দেশটির নিজস্ব মুদ্রা ‘লেভ’ বাতিল করা হয়েছে।

বুলগেরিয়ার ইউরোজোনে যোগদানের ফলে ইউরো ব্যবহারকারী ইউরোপীয় নাগরিকের সংখ্যা বেড়ে ৩৫ কোটির বেশি হয়েছে। সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে ক্রোয়েশিয়া ইউরোজোনে যোগ দিয়েছিল।

Bul1

ইউরোজোনের ২১তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় বুলগেরিয়া এখন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) সুদহার নির্ধারণকারী গভর্নিং কাউন্সিলেও আসন পাবে।


বিজ্ঞাপন


২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পর থেকেই ৬৭ লাখ জনসংখ্যার এই বলকান দেশটি ইউরোজোনে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা চালিয়ে আসছিল। তবে জনমত জরিপে এ বিষয়ে দেশটির জনগণের সিদ্ধান্তে পার্থক্য দেখা গেছে।

সূত্র: আলজাজিরা

এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর