যুক্তরাষ্ট্রের চাপে পড়ে অবশেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও মিসর সীমান্তবর্তী রাফা সীমান্ত ক্রসিং খুলে দিতে যাচ্ছে দখলদার ইসরায়েল। ২০২৪ সালে এই ক্রসিং দখল করে ইসরায়েলি সেনারা।
ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর ক্রসিংটি খুলে দেওয়া হবে।
বিজ্ঞাপন
গতকাল বুধবার সংবাদমাধ্যম কান-১১ জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে এ ব্যাপারে চাপের ফলে প্রত্যাশিত সিদ্ধান্তটি এসেছে।
গাজার ফিলিস্তিনিদের জন্য দীর্ঘদিন ধরেই বহির্বিশ্বের সঙ্গে একমাত্র সংযোগস্থল হলো রাফাহ ক্রসিং। এই ক্রসিং দিয়ে গাজার মানুষ প্রথমে মিসরে প্রবেশ করে অন্যান্য দেশে যেতে পারেন তারা।
তবে ২০২৪ সালের মে মাসে রাফা ক্রসিংয়ের গাজা প্রান্ত দখল করে ইসরায়েলি বাহিনী। এর মাধ্যমে মাধ্যমে গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো গাজার সীমান্ত ক্রসিংয়ের সরাসরি নিয়ন্ত্রণ নেয়। একই সঙ্গে ক্রসিংয়ের ভবনসহ অন্যান্য জিনিসপত্র ধ্বংস এবং সবধরনের যাতায়াত বন্ধ করে দেয়। এতে করে গাজার মানুষের জন্য মানবিক বিপর্যয় তৈরি হয়। বিশেষ করে রোগীদের জন্য একটি গুরুতর মানবিক সংকট তৈরি করে।
বর্তমানে গাজার অনেক মানুষ উন্নত চিকিৎসা ও অন্যান্য কাজের জন্য মিশর যাওয়ার জন্য অপেক্ষা করছেন। ইসরায়েলি সেনারা ক্রসিংটি দখল করার পর থেকে সেখান দিয়ে কেউ আর ঢুকতে বা বের হতে পারেননি।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গত অক্টোবরে যুক্তরাষ্ট্রে মধ্যস্ততায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী রাফা ক্রসিং খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু চুক্তি ভঙ্গ করে এখনো রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইসরায়েলি বাহিনী।
সূত্র: আলজাজিরা
এমএইচআর

