বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকায় পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

ঢাকায় পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এসে ঢাকায় বৈঠক করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চলতি বছরের মে মাসে পাকিস্তান ও ভারত চার দিনে তীব্র সংঘর্ষে পর এই প্রথম শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে এই ধরনের সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে তাদের এই সাক্ষাৎ হয়। সাক্ষাতকালে তারা করমর্দন করেন এবং কুশল বিনিময় করেন।


বিজ্ঞাপন


পাকিস্তানি সাংবাদিক আনাস মল্লিকে সামাজিক যোগোযোগ মাধ্যম এক্সে দেওয় এক পোস্টে দাবি করেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্পিকার আয়াজ সাদিক কাছে হেঁটে যান। এরপর তাদের দুজনের মধ্যে কথা হয়।

মূলত, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসেছেন। এরমধ্যে আছেন পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তারা দুজন খালেদা জিয়ার বাসভবনে শোক প্রকাশ করতে যান। সেখানেই দেখা হয় তাদের।

সূত্র: জিও নিউজ


বিজ্ঞাপন


 

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর