বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার নারী 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম

শেয়ার করুন:

ভারতে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার নারী 

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হয়েছেন ২৮ বছর বয়সী এক নারী। প্রায় আড়াই ঘণ্টা ধরে ধর্ষণের পর তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন ওই নারী। এ সময় তার সামনে একটি ভ্যান থামে এবং ভেতর থেকে দুই যুবক তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি গাড়িতে তোলে। কিন্তু ভ্যানগাড়িটি তার বাড়ির দিকে না গিয়ে গুরগাঁও সড়কের দিকে চলে যায়।


বিজ্ঞাপন


অভিযোগ রয়েছে প্রায় আড়াই ঘণ্টা ধরে চলন্ত গাড়ির ভেতর অভিযুক্তরা তাকে পালাত্রমে ধর্ষণ করে। নারী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। পরে ভোর প্রায় ৩টার দিকে ফরিদাবাদের এসজিএম নগরের রাজা চকের কাছে চলন্ত গাড়ি থেকে তাকে রাস্তায় ছুড়ে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। এতে তার মুখে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।

আহত অবস্থাতেই ভুক্তভোগী নারী তার বোনকে ফোন করে তাকে ঘটনাটি জানান। এরপর তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার মুখে ১০ থেকে ১২টি সেলাই করেন চিকিৎকরা।

পুলিশ জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি গভীর মানসিক আঘাতে রয়েছেন। ফলে এখনো তার জবানবন্দি রেকর্ড করা সম্ভব হয়নি।

ভুক্তভোগীর বোন জানান, ঘটনার আগের দিন রাত সাড়ে ৮টার দিকে ওই নারী তাকে ফোন করে জানান, মায়ের সঙ্গে ঝগড়ার পর তিনি এক বান্ধবীর বাড়িতে যাচ্ছেন এবং তিন ঘণ্টার মধ্যে বাড়ি ফিরবেন। নির্যাতিতা নারী বিবাহিত, তার তিনটি সন্তান রয়েছে এবং পারিবারিক বিরোধের কারণে তিনি তার স্বামীর থেকে আলাদা থাকেন।

হরিয়ানা পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তদের দুজনকেই গ্রেফতার করা হয়েছে এবং তাদের ব্যবহৃত গাড়িটিও উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, ভারতে দিন দিন ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। গত জুলাই মাসেও দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে চলন্ত অ্যাম্বুলেন্সে গণধর্ষণের শিকার হন এক তরুণী।  

সূত্র: এনডিটিভি


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর