কানাডিয়ান নৌবাহিনীকে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে ইরান। ২০২৪ সালে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড বাহিনীকে ( আইআরজিসি) কানাডার কালো তালিকাভুক্ত করার প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিদ্বন্দ্বিতার মূলনীতির ভিত্তিতে রয়্যাল ক্যানাডিয়ান নেভিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে শনাক্ত এবং ঘোষণা করা হলো। তবে এই পদক্ষেপের ফলে কানাডার নৌবাহিনী কি ধরনের প্রভাব অথবা পদক্ষেপের মুখোমুখি হতে হবে, সেই বিষয়ে বিবৃতিতে স্পষ্ট করে কোনও তথ্য জানানো হয়নি।
বিজ্ঞাপন
২০২৪ সালের ১৯ জুন আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে কানাডা। এর ফলে এর বাহিনীটির সদস্যদের দেশটি প্রবেশে নিষেধাজ্ঞা এবং কানাডিয়ানদের কোনও সদস্য বা গোষ্ঠীর সঙ্গে সব ধরনের লেনদেন নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে কানাডায় আইআরজিসি বা এর সদস্যদের সব সম্পদ জব্দ করার ঘোষণা দেয় অটোয়া।
কানাডার দাবি, আইআরজিসি ইরানের ভেতরে এবং বাইরে মানবাধিকারের লঙ্ঘনের পাশাপাশি আন্তর্জাতিক ভূরাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলতে কাজ করছে।
এছাড়াও ইরানের এই এলিট বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে মনোনীত করার সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হিসেবে ২০২০ সালের তেহরানে যাত্রীবাহী বিমান ভূপাতিত করার বিষয়টি উল্লেখ করেছে কানাডা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
প্রসঙ্গত, ২০২০ সালের জানুয়ারিতে তেহরান থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি ভূপাতিত করা হয়, এতে ১৭৬ জন যাত্রী এবং ক্রু নিহত হন, যার মধ্যে ৮৫ জন কানাডিয়ান নাগরিক এবং স্থায়ী বাসিন্দা ছিলেন। ওই সময় আইআরজিসি এ ঘটনার দায় স্বীকার করে জানিয়েছিল, তাদের বাহিনী ভুল করে বিমানটিকে ভূপাতিত করেছিল।
এরআগে ইরানকে ‘বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি’ অভিহিত করে ২০১২ সালে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে অটোয়া।
সূত্র: আল আরাবিয়া
এমএইচআর

