সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নির্বাচনের পর বাংলাদেশের সঙ্গে সক্রিয় যোগাযোগ বাড়াবে পাকিস্তান: ইসহাক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম

শেয়ার করুন:

নির্বাচনের পর বাংলাদেশের সঙ্গে সক্রিয় যোগাযোগ বাড়াবে পাকিস্তান: ইসহাক

২০২৫ সালে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে বলে উল্লেখ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি দাবি করেছেন, অতীতের আওয়ামী লীগ সরকারের সময় এবং তার আগের সরকারের অধীনে পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তবে ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (২৭ ডিসেম্বর) বছরের শেষ সংবাদ সম্মেলন এসব কথা বলেন ইসহাক দার।
 
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ার পর ঢাকার সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ বাড়াতে আগ্রহী ইসলামাবাদ।  


বিজ্ঞাপন


চলতি বছরের আগস্টে দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসেন ইসহাক দার, যা প্রায় ১৩ বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে প্রথম বড় কূটনৈতিক সফর। সর্বশেষ ২০১২ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার বাংলাদেশ সফর করেছিলেন।

হিনা রব্বানী খার ২০১২ সালে সেই সফরের কথা স্মরণ করে ইসহাক দার বলেন, ‘যখন হিনা রব্বানী খার আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন, তখন কোনও সাড়া পাওয়া যায়নি কারণ সেই সময়ে সরকার অত্যন্ত পাকিস্তান-বিরোধী ছিল, ফলে সেখানে আর কোনও আলোচনা হয়নি। 

অন্যদিকে নিজের সাম্প্রতিক ঢাকা সফরের বিষয়ে তিনি উল্লেখ করেন, ‘আমার ৩৬ ঘণ্টার বাংলাদেশ সফর খুবই আকর্ষণীয় ছিল। আমি প্রধান নির্বাহী (প্রধান উপদেষ্টা), পররাষ্ট্রমন্ত্রী (পররাষ্ট্র উপদেষ্টা) এবং মন্ত্রিসভার উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছি।’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেখানে আমার ৩৬ ঘণ্টার সময়কালে, আমি পাকিস্তানের প্রতি সদিচ্ছার দুর্দান্ত ইঙ্গিত দেখেছি। তারা আমাদের ভাই, আগামী মাসগুলোতে সম্পর্ক আরও উন্নত হবে- বিশেষ করে ফেব্রুয়ারির নির্বাচনের পরে ইসলামাবাদ ঢাকার সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করবে।’ 


বিজ্ঞাপন


ইসহাক দার আরও বলেন, ‘সংকটের সময় পাকিস্তানের কূটনীতি আমাদের সক্রিয় ভূমিকা দেখিয়েছে। এটি প্রমাণ করেছে যে, আমরা চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে পারি এবং নীতিনিষ্ঠভাবে জড়িত থেকে কার্যকর বার্তা প্রচার করতে সক্ষম।’

এদিকে রোববার (২৮ ডিসেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। 

সাক্ষাৎকালে উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্য, বিনিয়োগ ও বিমান চলাচলে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষাগত ও চিকিৎসা বিনিময় বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।

পাকিস্তানি হাইকমিশনার উল্লেখ করেন, গত বছরের তুলনায় দ্বিপক্ষীয় বাণিজ্য ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায় সক্রিয়ভাবে নতুন বিনিয়োগের সুযোগগুলো সন্ধান করছে।

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান মিথস্ক্রিয়াকে স্বাগত জানান এবং সার্ক সদস্য দেশগুলোর মধ্যে সফর বৃদ্ধির পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষাগত ও জনগণের মধ্যে বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: ডন, দ্য প্রিন্ট

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর