রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম

শেয়ার করুন:

৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

তিন দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো আরেকটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে শনিবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর মাত্রা ছিল ৭.০।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দ্বীপটির উপকূলীয় শহর ইলান থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে সমুদ্রে এ ভূমিকম্প আঘাত হানে। তবে, তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


প্রশাসনের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের প্রায় ৭৩ কিলোমিটার গভীরে ছিল। এর ফলে কম্পন পুরো তাইওয়ানজুড়ে অনুভূত হয় এবং রাজধানী তাইপেইসহ বিভিন্ন এলাকায় ভবন কেঁপে ওঠে।

তাইপেই সিটি সরকারের বরাত দিয়ে জানা গেছে, ভূমিকম্পের পর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কিছু এলাকায় গ্যাস ও পানির লিকেজ এবং সামান্য ভবন ক্ষতির ঘটনা ঘটেছে।

তাইওয়ান পাওয়ার কোম্পানি জানিয়েছে, ভূমিকম্পের কারণে ইলান অঞ্চলের তিন হাজারের বেশি বাড়িতে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।

চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিএসএমসি জানিয়েছে, উত্তরাঞ্চলের হসিনচু সায়েন্স পার্কে তাদের কয়েকটি স্থাপনায় সতর্কতামূলকভাবে কর্মীদের সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে কর্মীরা কর্মস্থলে ফিরে যান।


বিজ্ঞাপন


আবহাওয়া প্রশাসন সতর্ক করেছে, আগামী এক দিনের মধ্যে ৫.৫ থেকে ৬.০ মাত্রার আফটারশক অনুভূত হতে পারে। তবে, ভূমিকম্পটি সমুদ্রের মধ্যে এবং তুলনামূলকভাবে গভীরে হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম।

তিন দিন আগে গত ২৪ ডিসেম্বর তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলের কাউন্টি তাইতুংয়ে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। তবে এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তি ছিল মাটির ১১ দশমিক ৯ কিলোমিটার গভীরে। 

দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে একটি তাইওয়ান। ২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। তার আগে ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এই দ্বীপ ভূখণ্ডে ২ হাজারেরও বেশি মানুষ নিহত হন।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর