শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৩০ মার্কিন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম

শেয়ার করুন:

৩০ মার্কিন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিল চীন

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অভিযোগে ২০টি মার্কিন প্রতিরক্ষা কোম্পানি এবং এসব প্রতিষ্ঠানের ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। 

শুক্রবার (২৬ ডিসিম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা ঘোষণা করে জানিয়েছে, তাইওয়ানের জন্য সম্প্রতি ঘোষিত যুক্তরাষ্ট্রের ১১.১ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজের প্রতিশোধ হিসেবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তাইওয়ান ইস্যুতে যেকোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চীনের কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।’ একই সঙ্গে দ্বীপটিকে অস্ত্র সরবরাহের ‘বিপজ্জনক’ প্রচেষ্টা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানিয়েছে, নিষেধাজ্ঞাপ্রাপ্ত কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সেন্ট লুইস শাখা, নর্থরোপ গ্রুমম্যান সিস্টেমস কর্পোরেশন, এল৩হ্যারিস মেরিটাইম সার্ভিসেস এবং ল্যাজারাস এআই।

মন্ত্রণালয়ের মতে, এই নিষেধাজ্ঞার ফলে চীনে এই কোম্পানিগুলোর সম্পদ জব্দ করা হবে এবং চীনের স্থানীয় যেকোনো সংস্থা এবং ব্যক্তিদের তাদের সঙ্গে সবধরনের সম্পর্ক নিষিদ্ধ করা হবে। একই সঙ্গে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদের চীন-অধিকৃত সম্পদ জব্দ করে এবং তাদের চীনে প্রবেশ নিষিদ্ধ করে।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন- মার্কিন প্রতিরক্ষা সংস্থা আন্দুরিল ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং অনুমোদিত সংস্থাগুলোর নয়জন ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।


বিজ্ঞাপন


এরআগে গত সপ্তাহে তাইওয়ানের কাছে প্রায় ১১ বিলিয়ন বা ১১০০ কোটি ডলার সমমূল্যের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এটি তাইওয়ানকে দেওয়া যুক্তরাষ্ট্রের এযাবৎকালের সর্ববৃহৎ অস্ত্র সহায়তা, যার মধ্যে রয়েছে উন্নত রকেট লঞ্চারসহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর এটি হবে তাইওয়ানের কাছে দ্বিতীয় ধাপের অস্ত্র বিক্রি। তবে এই প্যাকেজটিকে এখন মার্কিন কংগ্রেসের অনুমোদন পেতে হবে।  চুক্তি যদি অনুমোদন পায়, তবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময়ে হওয়া ১৯ দফা অস্ত্র বিক্রি, যার মূল মূল্য ৮.৩৮ বিলিয়ন ডলার, তার চেয়ে অনেক বেশি।

অন্যদিকে চীন, যা স্বশাসিত তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে এবং তাইওয়ানের অস্ত্র কেনায় ক্ষোভ প্রকাশ করে থাকে। বেইজিংয়ের দাবি, তাইওয়ানের অস্ত্র কেনার মাধ্যমে ‘তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা’ মারাত্মকভাবে ব্যাহত হয়।

সূত্র: আলজাজিরা, বিবিসি

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর