মেক্সিকোর পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩২ জন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভেরাক্রুজ রাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, বড়দিনের আগের দিন জোন্তেকোমাতলান শহরে দুর্ঘটনাটি ঘটে। মেক্সিকো সিটি থেকে ভেরাক্রুজের চিকোন্তেপেক গ্রামে যাওয়ার পথে বাসটি দুর্ঘটনায় পড়ে।
জোন্তেকোমাতলান পৌর মেয়রের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে নয়জন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু রয়েছে। আহত ৩২ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৌর কর্তৃপক্ষ আহতদের নাম ও চিকিৎসাধীন হাসপাতালের তালিকাও প্রকাশ করেছে।
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা নতুন নয়। বিশেষ করে বাস ও ট্রাক দুর্ঘটনা প্রায়ই ঘটছে। কর্তৃপক্ষের মতে, অতিরিক্ত গতি এবং যানবাহনের যান্ত্রিক ত্রুটিই এসব দুর্ঘটনার প্রধান কারণ।
বিজ্ঞাপন
এর আগে, গত নভেম্বরের শেষ দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যেও একই ধরনের এক বাস দুর্ঘটনায় ১০ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হন।
/এএস

