বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রেকর্ড গড়ার পর কমল স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম

শেয়ার করুন:

রেকর্ড গড়ার পর কমল স্বর্ণের দাম

ইতিহাসে সর্বোচ্চ দরে পৌঁছানোর বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ায় প্রবনতায় মূল্যবান এই ধাতুর দাম আবারো ৪ হাজার ৫০০ ডলারের নিচে নেমে এসেছে। একই সঙ্গে কমেছে রুপা ও প্ল্যাটিনামের দাম।  

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ শতাংশ কমে ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৯ দশমিক ৩৮ ডলারে দাঁড়িয়েছে, যদিও সেশনের শুরুতে স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫২৫ দশমিক ১৯ ডলার স্পর্শ করেছিল। 


বিজ্ঞাপন


একই সময়ে ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার গোল্ডের দাম আউন্সপ্রতি ০ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৫০২ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়েছে।

মূলত, সাম্প্রতিক কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেশ কিছু দুর্বল অর্থনৈতিক ডেটা এবং ফেড কর্মকর্তাদের নরম মন্তব্যের পর ডিসেম্বরের সুদ কমানোর সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, গত দুই সপ্তাহে সুদের হার কমানোর প্রত্যাশার কারণে স্বল্পমেয়াদে স্বর্ণের দাম পুনরুদ্ধার হয়েছে। বাজার এখন যেকোনো মার্কিন অর্থনৈতিক তথ্য খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। কারণ সুদের হার কমলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে। 

কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ বলেন, রেকর্ড দামের পর বাজারে স্বাভাবিক সংহতি ও মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। 


বিজ্ঞাপন


এরআগে গত ২০ অক্টোবর স্বণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়, এতে চলতি বছর মূলবান এই ধাতুর মূল্য ৫৩ শতাংশের বেশি বৃদ্ধি পায়। তবে মার্কিন ডলারের শক্তিশালী হওয়া ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় কমতে থাকে স্বর্ণের দাম। 

অন্যদিকে সর্বকালের সর্বোচ্চ দর স্পর্শ করার পর স্পট সিলভারের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৭১ দশমিক ৯৪ ডলারে লেনদেন হচ্ছে, যদিও সেশনের শুরুতে সর্বকালের সর্বোচ্চ ৭২ দশমিক ৭০ স্পর্শ করেছিল এই ধাতু। 

শিল্প চাহিদা বৃদ্ধি, মজুদ হ্রাস এবং যুক্তরাষ্ট্র কর্তৃক গুরুত্বপূর্ণ খনিজ হিসাবে শ্রেণিবদ্ধ করার ফলে বেড়েই চলেছে রুপার দাম। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ১৪৯ শতাংশ বেড়েছে, যেখানে স্বর্ণের দাম বেড়েছে ৭০ শতাংশের বেশি।

বিশ্লেষকদের মতে, বছরের শেষ নাগাদ রুপার দাম ৭৫ ডলার পর্যন্ত উঠতে পারে।

একই সময়ে প্লাটিনামের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে ২ হাজার ২২০ দশমিক ৪৪ ডলারে নেমে আসে, যা রেকর্ড সর্বোচ্চ ২ হাজার ৩৭৭ দশমিক ৫০ ডলার ছুঁয়েছিল। এছাড়াও প্যালাডিয়ামের দামও প্রায় ৯ শতাংশ কমে ১ হাজার ৬৮৩ দশমিক ৫৮ ডলারে পৌঁছেছে।

সূত্র: রয়টার্স


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর