বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘আই হ্যাভ এ ড্রিম’— কে ছিলেন মার্টিন লুথার কিং?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম

শেয়ার করুন:

‘আই হ্যাভ এ ড্রিম’— কে ছিলেন মার্টিন লুথার কিং?

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা নেতাকর্মীদের পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি বর্ণবাদবিরোধী আমেরিকান নেতা মার্টিন লুথার কিংয়ের বক্তব্য উল্লেখ করে বলেছেন, ‘উই হ্যাভ অ্যা প্ল্যান ফর দ্যা পিপল, ফর দ্যা কান্ট্রি। ইনশাল্লাহ, আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব।’ 

তারেক রহমানের এই বক্তব্যের পর জনমনে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে—কে ছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র? ঢাকামেইলের পাঠকদের জন্য তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো—


বিজ্ঞাপন


মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন একজন আমেরিকান খ্রিস্টান ধর্মযাজক এবং বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী মানবাধিকার কর্মী। তিনি আমেরিকায় বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে অহিংস আন্দোলনের অবিসংবাদিত নেতা হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। 

১৯৫০ ও ১৯৬০-এর দশকে যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকানদের সমান অধিকার আদায়ের আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধানতম নেতা মহাত্মা গান্ধীর অহিংস দর্শন গভীরভাবে অনুপ্রাণিত ছিলে তিনি এবং শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে সামাজিক পরিবর্তন আনার চেষ্টা করেন।

১৯৬৩ সালে ওয়াশিংটন অভিমুখে ঐতিহাসিক পদযাত্রায় তিনি তার জীবনের শ্রেষ্ঠ ভাষণ ‘আই হ্যাভ এ ড্রিম’ (I Have a Dream) প্রদান করেন, যা তাকে বিশ্বব্যাপী পরিচিত করে তুলে। 

ওই ভাষণে তিনি বলেছিলেন, ‘আমার একটি স্বপ্ন আছে... একদিন আমার চারটি ছোট সন্তান এমন একটি দেশে বাস করবে যেখানে তাদের গায়ের রঙ দিয়ে নয়, বরং তাদের চরিত্রের গুণাবলি দিয়ে বিচার করা হবে।’


বিজ্ঞাপন


image

পরের বছরেই মাত্র ৩৫ বছর বয়সে ১৯৬৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মার্টিন লুথার কিং, যা তৎকালীন সময়ে ছিল সর্বকনিষ্ঠ বিজয়ীর রেকর্ড।

মার্টিন লুথার কিংয়ের কিছু বিখ্যাত উক্তি

মার্টিন লুথার কিংয়ের উক্তিগুলো আজও বিশ্বজুড়ে ন্যায়বিচার ও সাম্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়- এর মধ্যে অন্যতম হলো, ‘Injustice anywhere is a threat to justice everywhere’ অথাৎ যেকোনো জায়গায় অবিচার হওয়া মানে সব জায়গার ন্যায়বিচারের জন্য হুমকি।

image

মানুষের প্রতি মানুষের ভালোবাসা নিয়ে তিনি বলেছিলেন, ‘Darkness cannot drive out darkness; only light can do that. Hate cannot drive out hate; only love can do that.’ অথাৎ ‘অন্ধকার দিয়ে অন্ধকার দূর করা যায় না; কেবল আলোই তা পারে। ঘৃণা দিয়ে ঘৃণা দূর করা যায় না; কেবল ভালোবাসাই তা পারে।’

মার্টিন লুথার কিংয়ের আরও একটি বিখ্যাত উক্তি হলো- ‘The time is always right to do what is right’ অথাৎ ‘সঠিক কাজ করার জন্য সময় সব সময়ই সঠিক’।

বিপদে বন্ধুদের ভূমিকা নিয়ে তিনি বলেছিলেন, ‘In the end, we will not remember the words of our enemies, but the silence of our friends.’ অথাৎ ‘সবশেষে আমরা আমাদের শত্রুদের কথা মনে রাখব না, মনে রাখব আমাদের বন্ধুদের নীরবতা।’

মৃত্যু 

মার্টিন লুথার কিং জুনিয়র ১৯৬৮ সালের ৪ এপ্রিল আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে আততায়ীর গুলিতে নিহত হন, যা বিশ্ব ইতিহাসে একটি অত্যন্ত শোকাবহ এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। এমনকি তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আমেরিকার ১০০টিরও বেশি শহরে তীব্র দাঙ্গা ও বিক্ষোভ শুরু হয়।

সম্মাননা

প্রতি বছর জানুয়ারি মাসের তৃতীয় সোমবার যুক্তরাষ্ট্রে ‘মার্টিন লুথার কিং জুনিয়র দিবস’ পালন করা হয়।

 

-এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর