বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মস্কোতে ফের বিস্ফোরণ, দুই পুলিশসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

মস্কোতে ফের বিস্ফোরণ, দুই পুলিশসহ নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোতে বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ তিনজন নিহত হয়েছেন। একই স্থানে দুইদিন আগে গাড়ি বোমা হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর একজন শীর্ষ জেনারেল নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) ভোরের দিকে মস্কোর ইয়েলেতস্কায়া সড়কে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


রাশিয়ার রাষ্ট্রীয় তদন্ত কমিটি জানিয়েছে, থানা ও পুলিশের গাড়ির সামনে দাঁড়ানো অদ্ভুত আচরণকারী এক সন্দেহভাজন ব্যক্তির কাছে যান দুই পুলিশ সদস্য। ওই সময় সন্দেহভাজন ব্যক্তিটি বোমার বিস্ফোরণ ঘটান। এতে ট্রাফিক পুলিশের দুই সদস্য ও গাড়ির কাছে দাঁড়ানো ব্যক্তি নিহত হন।

বেসরকারী রাশিয়ান টেলিগ্রাম নিউজ চ্যানেল জানিয়েছে, নিহতদের মধ্যে হামলাকারীও ছিল, তবে এখানো তার পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এছাড়াও নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজনের বয়স ২৪, আরেকজনের ২৫ বছর। 

তদন্ত কমিটি বলেছে, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হত্যা এবং বোমার অবৈধ পাচারের সঙ্গে সম্পর্কিত ধারাগুলির অধীনে ফৌজদারি মামলা শুরু করেছে তারা।


বিজ্ঞাপন


কে বা কারা এ হামলা চালিয়েছে সেটি এখনো স্পষ্ট নয়। তবে রাশিয়া বলেছে যে তারা সন্দেহ করছে যে এই হত্যাকাণ্ডের পিছনে ইউক্রেন রয়েছে। এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এরআগে গত সোমবার (২২ ডিসেম্বর) সকালে মস্কোর ইয়াসেনেভায়া স্ট্রিটে একটি গাড়ির নীচে পুঁতে রাখা একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে রাশিয়ান জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হন।

এছাড়াও  চলতি বছরের এপ্রিলে মস্কো অঞ্চলে এক গাড়ি বিস্ফোরণে আরেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক নিহত হন, যার জন্য রাশিয়া ইউক্রেনের নিরাপত্তা পরিষেবাকে দায়ী করে। 

এছাড়াও গত বছরের ডিসেম্বরে মস্কোতে এক বিস্ফোরণে নিহত হন রাশিয়ার বিকিরণ, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ। সেই সময়ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে,  ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ অভিযানেই কিরিলভের মৃত্যু হয়।


সূত্র: রয়টার্স


এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর