মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফিলিস্তিনপন্থি সংগঠনের সমর্থনে বিক্ষোভ

গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করল লন্ডন পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম

শেয়ার করুন:

গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করল লন্ডন পুলিশ

যুক্তরাজ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামে পরিচিত একটি ফিলিস্তিনপন্থি সংগঠনের সমর্থনে বিক্ষোভ করার অভিযোগে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মধ্য লন্ডনের আসপেন ইন্সুরেন্স অফিসের বাইরে জড়ো হয়ে শত শত মানুষ গাজা ও প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে বিক্ষোভ করে। ওই বিক্ষোভে অংশ নেন গাজায় গণহত্যা বন্ধে আন্দোলনের অন্যতম নেত্রী গ্রেটা।


বিজ্ঞাপন


যুক্তরাজ্য ভিত্তিক প্রচারণা দল ডিফেন্ড আওয়ার জুরিস জানিয়েছে, থুনবার্গকে সন্ত্রাসবাদ আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে, তার কাছে একটি প্ল্যাকার্ড ছিল যেখানে লেখা ছিল, যেখানে প্যালেস্টাইন অ্যাকশনের সঙ্গে যুক্ত বন্দীদের মুক্তি দাবি করেন তিনি। 

লন্ডন সিটি পুলিশ গ্রেটার নাম উচ্চারণ না করে বলেছে, নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে একটি প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগেগ সন্ত্রাসবাদ আইন ২০০০ এর ধারা ১৩-এর অধীনে ২২ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করা হয়েছে। 

উল্লেখ্য, গত জুলাই মাসে ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনটি ওপর নিষেধাজ্ঞা অনুমোদিত হয়। 


বিজ্ঞাপন


ব্রিটিশ সরকার জানায়, গত মে মাসে প্যালেস্টাইন অ্যাকশন-এর কিছু সদস্য দেশটির দক্ষিণাঞ্চলের একটি বিমানঘাঁটিতে অনুপ্রবেশ করে দুইটি সামরিক বিমানকে লাল রঙে রাঙিয়ে দেয়। এতে আনুমানিক ৭ মিলিয়ন পাউন্ড (প্রায় ৯.৫৫ মিলিয়ন ডলার) ক্ষতি হয়। সেই ঘটনায় যুক্ত চার অ্যাক্টিভিস্টকে আদালতের নির্দেশে আটক রাখার নির্দেশ দেওয়া হয়। 

নিষেধাজ্ঞা অনুযায়ী, এখন থেকে সংগঠনটির সদস্য হওয়া কিংবা প্রকাশ্যে সমর্থন জানানো অপরাধ হিসেবে গণ্য হবে, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড বা জরিমানা। 

 

সূত্র: স্কাই নিউজ

এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর