সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইন্দোনেশিয়ায় বাস উল্টে নিহত ১৬ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

ইন্দোনেশিয়ায় বাস উল্টে নিহত ১৬ 

ইন্দোনেশিয়ায় একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় ১৬ জন প্রাণ হারিয়েছেন। সোমবার (২২ নভেম্বর) ভোরে দেশটির একটি মহাসড়কে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায়।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো এক বিবৃতিতে বলেন, রাজধানী জাকার্তা থেকে ইয়োকার্তার দিকে যাচ্ছিল বাসটি। 


বিজ্ঞাপন


হাইওয়ে ইন্টারচেঞ্জের একটি মোড়ে পৌঁছানোর সময় ‌বেশ দ্রুত গতিতে চলছিল। রাস্তার পাশে গাছের সঙ্গে থাক্কা লেগে বাসটি উল্টে যায়। 

বুদিওনো বলেন, আমরা ৩৪ জনকে উদ্ধার করেছি। ঘটনাস্থলেই ১৫ জনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে।

বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য সেমারাং শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি। সংস্থার শেয়ার করা ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা যাত্রীদের মৃতদেহ ব্যাগে করে সরিয়ে নিচ্ছেন।


বিজ্ঞাপন


দক্ষিণ-পূর্ব এশীয়ার এই দেশটিতে পরিবহন দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেখানে পুরোনো যানবাহনগুলো ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না এবং নিয়মিত সড়কের নিয়ম-শৃঙ্খলা লঙ্ঘন করা হয়।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর