শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

ভারতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে আসামে একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় সাতটি হাতি প্রাণ হারিয়েছে। এ ঘটনায় ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে কোনো যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার স্থানীয় সময় রাত ২টা ১৭ মিনিটে রাজ্যের হোজাই জেলায় ট্রেনটি হাতির পালের সঙ্গে ধাক্কা খেলে মর্মান্তিক এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


কর্মকর্তারা জানিয়েছে, আসামের সাইরাং জেলা থেকে নয়াদিল্লির দিকে রওনা হয়েছিল। গভীর রাতে উত্তরপূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের যমুনামুখ-কামপুর সেকশন ধরে দ্রুত গতিতে ট্রেনটি যাওয়ার সময় বুনো হাতির একটি পাল লাইনে চলে আসে। স্থানীয়দের দাবি ওই পালে কমপক্ষে ১১ থেকে ১২টি হাতি ছিল।

আসামের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ভিভি রাকেশ রেড্ডি এএফপিকে জানিয়েছেন, একটি শাবকসহ সাতটি হাতি মারা গেছে এবং একটি হাতি আহত হয়েছে।

ভারতীয় রেলওয়ের মুখপাত্র কপিঞ্জল কিশোর শর্মা বলেছেন, কর্তৃপক্ষ বন্য হতিদের চলাচলের জন্য ‘হাতির করিডোর’ নির্ধারণ করা এসব রুটে গতি বিধিনিষেধ আরোপ করেছে। তবে সর্বশেষ দুর্ঘটনাটি যে জায়গায় ঘটেছে, সেটি নির্ধারিত ‘এলিফ্যান্ট করিডর’ বাইরে।

প্রসঙ্গত, ভারতের প্রায় ২২ হাজার বন্য হাতির মধ্যে আসাম রাজ্যটিতে ৪ হাজারেও বেশি হাতি বাস করে। দেশটিতে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু খুব বিরল কোনো ঘটনা নয়। 


বিজ্ঞাপন


ভারতের পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৫ বছরে আসামসহ ভারতের একাধিক রাজ্যে ট্রেনের ধাক্কায় কমপক্ষে ৭৯টি হাতির মৃত্যু হয়েছে।

সূত্র: এনডিটিভি

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর