টানা তৃতীয় মেয়াদে নেপালের কমিউনিস্ট পার্টির (ইউনিফায়েড মার্কসবাদী-লেনিনবাদী) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। এরফলে আগামী বছরের মার্চে জাতীয় নির্বাচনের আগে দলের নেতৃত্ব দেবেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী কাঠমান্ডুতে দুই দিনব্যাপী সিপিএন-ইউএমএলের ১১তম সাধারণ সম্মেলনে দলের সদস্যদের ভোটে অলি ভূমিধস জয়লাভ করেন। সম্মেলনে ২ হাজার ২০০ জন নির্বাচিত ও মনোনীত প্রতিনিধি এবং ৩০৯ জন পর্যবেক্ষক অংশগ্রহণ করেন।
অলির দলের প্রচার বিভাগের প্রধান রাজেন্দ্র গৌতম বার্তা সংস্থা এএফপিকে বলেন, অলি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈশ্বর পোখরেলের চেয়ে প্রায় তিনগুণ বেশি ভোট পেয়েছেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী অলি ১ হাজার ৬৬৩ ভোট, আর পোখরেল পেয়েছেন ৫৬৪ ভোট।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে শন্তিপূর্ণ বিক্ষোভ শুরু করে নেপালের তরুণ প্রজন্ম। তবে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৯ জনের প্রাণহানির পর রাজধানী কাঠমাণ্ডুসহ দেশজুড়ে সহিংসতা বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরমধ্যেই প্রাণ হারান ৭৬ জন। যার জেরে পদত্যাগ করতে বাধ্য হন সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।
বিজ্ঞাপন
অলির পদত্যাগের তিন দিনের মাথায় দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দায়িত্ব নিয়েই আগামী বছরের মার্চে দেশটিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেন তিনি।
সূত্র: এএফপি, পিটিআই
এমএইচআর

