বঙ্গোপসাগরে বিশাল এলাকা জুড়ে নোটাম (নোটিস টু এয়ারমেন) জারি করেছে ভারত। আগামী ২২ ডিসেম্বর ভোর সাড়ে ৪টা থেকে ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত জারি থাকবে এই নোটাম। এই সময়কালে এই এলাকা দিয়ে বিমান চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী, অন্ধ্র প্রদেশর বন্দরনগরী বিশাখাপত্তনম থেকে ৩২৪০ কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে নোটাম জারি করা হয়েছে। এই নোটাম জারির পর থেকেই জল্পনা তৈরি হয় যে ভারত হয়ত সমুদ্রভিত্তিক কোনও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারে। যদিও ভারত সরকারের পক্ষ থেকে আনষ্ঠানিকভাবে এই নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
বিজ্ঞাপন
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, যেকোনও কৌশলগত পরীক্ষার আগে এই ধরনের নোটাম জারি করা স্বাভাবিক বিষয়। এর আগে ডিসেম্বর ১১ এবং ১৭ থেকে ২০ ডিসেম্বরও বঙ্গোপসাগরে এই একই ধরনের নোটাম জারি করা হয়েছিল ৩৫৫০ কিমি দীর্ঘ এলাকা জুড়ে।
তারও আগে গত ২০ আগস্ট ইন্টারমিডিয়েট রেঞ্জের অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করে ভারত। ওড়িশার এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এই মিসাইলের পরীক্ষণ হয়। এই মিসাইলটি দিঘা, এমনকী বাংলাদেশ থেকেও দেখা গিয়েছিল।
নোটাম কি?
যখন কোনও নির্দিষ্ট আকাশসীমা বেসামরিক বিমান চলাচল থেকে মুক্ত করার প্রয়োজন হয়, তখন একটি নোটাম জারি করা হয়। ফলে কোনও বেসামরিক বিমান নির্ধারিত আকাশসীমার মধ্যে উড়তে পারবে না। এর ফলে বিমান বাহিনীর যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো মাঝ আকাশে সংঘর্ষের ঝুঁকি ছাড়াই অবাধে চলাচল করতে পারে এবং বেসামরিক হতাহত রোধ করতে সহায়তা করে।
বিজ্ঞাপন
সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে
এমএইচআর

