বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভয়াবহ ধূলিঝড়ের কবলে দুবাই

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

ভয়াবহ ধূলিঝড়ের কবলে দুবাই

প্রচণ্ড ধূলিঝড়ের কবলে পড়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইসহ বিভিন্ন শহর। ঝড়ো বাতাসে মরুভূমির বালু উড়ে এসে বাতাসের সঙ্গে ভাসছে। এতে দৃশ্যমানতা হ্রাস পেয়ে গণপরিবহন থেকে শুরু করে বিমানের ফ্লাইটগুলো পড়েছে বিপর্যয়ের মুখে। যার ফলে চালক এবং খোলা বাতাসে কাজ করা কর্মীদের জন্য নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ জারি করেছে কর্তৃপক্ষ।

আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ প্রাকৃতিক বিপর্যয়ে আক্রান্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি, বাণিজ্যিক শহর দুবাই, শারজাহ ও আজমানের কিছু অংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ঝড়ের তীব্রতা।


বিজ্ঞাপন


image

ধুলোবালিপূর্ণ আবহাওয়া এবং বালির ঝড়ের সময়, হাসপাতালগুলোতে শ্বাসকষ্টজনিত রোগীদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। 

এদিকে চলমান আবহাওয়া পরিস্থিতিতে সবাইকে সতর্ক করে ইয়োলো অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ—  ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) (এনসিএম)। একই সঙ্গে দুবাইসহ কিছু জায়গায় ভারি বর্ষণের পূর্বাভাস দেয়া হয়েছে।

image


বিজ্ঞাপন


এনসিএম বলছে, আরব উপদ্বীপ জুড়ে একটি গভীর নিম্নচাপ ব্যবস্থার গতিবিধির কারণে সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়ার ধরণে বর্তমানে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটছে। আগামী বৃহস্পতিবার রাত থেকে দুবাই, আল আইন এবং দেশের পূর্ব অংশে ব্যাপক বৃষ্টিপাত, বজ্রঝড় এবং তীব্র বাতাসের সম্ভাবনা রয়েছে।  

এসময় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার, সতর্ক থাকার এবং কর্তৃপক্ষের দেওয়া যেকোনো নির্দেশনা মেনে চলার জন্য সতর্কতা জারি করেছে এনসিএম। এছাড়াও বৃষ্টি এবং ধুলোবালির কারণে প্রায়ই প্রধান মহাসড়কে যানবাহনের গতি কমে যায় এবং দুর্ঘটনা ঘটে। ফলে ভ্রমণকারীদের স্বাভাবিকের চেয়ে অনেক আগে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

image

প্রসঙ্গত, উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রায়ই ধূলিঝড় হয়, বিশেষ করে শুষ্ক মাসগুলোতে, যা দৃশ্যমানতা কমিয়ে দেয় এবং পরিবহন ও দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। 

সূত্র: গালফ নিউজ 

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর